Mahira Khan got Married Again: দ্বিতীয়বার দাম্পত্য শুরু পাক অভিনেত্রী মাহিরার, শাহরুখ-নায়িকার রাজকীয় বিয়ের ঝলক!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Mahira Khan got Married Again: পাক নায়ক ফাওয়াদ খানের সঙ্গে একাধিক টেলিভিশন সিরিয়াল, সিরিজ এবং ছবিতে জুটি বেঁধেছেন মাহিরা। এছাড়া রণবীর কাপুরের সঙ্গে মাহিরার একটি ছবি ভাইরাল হয় কয়েক বছর আগে।
advertisement
1/8

বিয়ে করলেন মাহিরা খান। পাকিস্তান ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকার দ্বিতীয় বিয়ের দিকেই সারা বিশ্বের চোখ। শাহরুখ খানের নায়িকার বিয়ের ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
2/8
পাক নায়ক ফাওয়াদ খানের সঙ্গে একাধিক টেলিভিশন সিরিয়াল, সিরিজ এবং ছবিতে জুটি বেঁধেছেন মাহিরা। এছাড়া রণবীর কাপুরের সঙ্গে মাহিরার একটি ছবি ভাইরাল হয় কয়েক বছর আগে।
advertisement
3/8
তারপর শাহরুখের সঙ্গে ‘রইস’ ছবিতে অভিনয় করে ভারতে যথেষ্ট জনপ্রিয় তিনি। বলিউডে রাখার আগে থেকেই যদিও তাঁর কাজ সম্পর্কে অবগত ছিলেন এদেশের সিনেপ্রেমীরা।
advertisement
4/8
সেই নায়িকা গতকাল পাকিস্তানে বিয়ে করলেন পাক ব্যবসায়ী সালিম করিমকে। সূত্রের দাবি, গত পাঁচ বছর ধরে প্রেম করছিলেন যুগল। বন্ধুবান্ধব, আত্মীয় এবং পরিবারের উপস্থিতিতে রাজকীয় বিয়ে হল নায়িকার।
advertisement
5/8
আইভরি লহেঙ্গা, লম্বা সাদা ভেইলে সেজেছিলেন মাহিরা। সালিম পরেছিলেন কালো শেরওয়ানি। হালকা নীল পাগড়ি ছিল মাথায়। রূপকথার মতো সেই বিয়ে যেন বলিউডেরই হাই প্রোফাইল ওয়েডিংগুলির কথা মনে করিয়ে দেয়।
advertisement
6/8
যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সালিম এবং মাহিরা কাছাকাছি এসে একে অপরকে জড়িয়ে ধরেন, মাহিরার কপালে চুম্বন করেন সালিম।
advertisement
7/8
২০১৯ সালে তুরস্কে সালিমের সঙ্গে বাগদান সেরেছিলেন মাহিরা। আর তার চার বছর বাদে বিয়ে করলেন যুগল। এর আগে আলি আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। তাঁদের এক ছেলেও আছে। নাম, আজলান।
advertisement
8/8
সারা বিশ্বজুড়ে মাহিরার ভক্তরা এখন তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। শাহরুখের নায়িকা আবার নতুন করে দাম্পত্য শুরু করতে চলেছেন।