Mahira Khan: বিদেশে গিয়ে টাকা ছিল না হাতে, রোজগারের জন্য কী করত হত পাক নায়িকা মাহিরাকে! শুনে আঁতকে উঠবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Mahira Khan: আজ তিনি সে দেশের অন্যতম ধনী নায়িকা। কিন্তু এক সময়ে এক বেলার খাবার জোটাত দিনরাত পরিশ্রম করতে হত। আর সেই পরিশ্রম খুব একটা আভিজাত্যমণ্ডিত নয়।
advertisement
1/6

সদ্যই বিয়ে করেছেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন ভাবে সংসার পেতেছেন। পাকিস্তানের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম। বিয়েও করেছেন সে দেশেরই প্রখ্যাত ব্যবসায়ীকে।
advertisement
2/6
সেই মাহিরা খান এক সময়ে কীভাবে দিনযাপন করেছেন, শুনলে আঁতকে উঠবেন। আজ তিনি সে দেশের অন্যতম ধনী নায়িকা। কিন্তু এক সময়ে এক বেলার খাবার জোটাত দিনরাত পরিশ্রম করতে হত।
advertisement
3/6
আর সেই পরিশ্রম খুব একটা আভিজাত্যমণ্ডিত নয়। শৌচালয় পরিষ্কার করে, ঘর মুছে টাকা রোজগার করতে হত। তাও আবার নিজের দেশে নয়, বিদেশে গিয়ে।
advertisement
4/6
করাচিতে জন্ম ১৯৮৪ সালে। পড়াশোনা করার জন্য ১৭ বছর বয়সে ক্যালিফোর্নিয়া পাড়ি দেন মাহিরা। সান্টা মনিকা কলেজের পর সাদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
advertisement
5/6
সে সময়ে খাবার জোটাতে বা হাতখরচের জন্য রাস্তার ধারের দোকানে ঘর মুছে, শৌচালয় পরিষ্কার করতেন। পরবর্তীকালে লস অ্যাঞ্জেলসে একটি দোকানে ক্যাশিয়ার হিসেবে নিযুক্ত হন।
advertisement
6/6
এমটিভি পাকিস্তানে জকি হিসেবে প্রথম কাজ শুরু। পাক ছবি ‘বোল’-এর মাধ্যমেই অভিনয়ে তাঁর হাতেখড়ি। তারপর সেখানে একাধিক সিরিয়াল এবং ছবিতে কাজ করে জনপ্রিয় হন। ২০১৭ সালে বলিউডে পা। বিপরীতে কিং শাহরুখ খান। ছবি, ‘রইস’।