Shoaib Malik-Sana Javed: সানিয়াকে ছেড়ে পাক নায়িকাকে বিয়ে শোয়েবের! দ্বিতীয় ডিভোর্স কি আগেই হয়েছিল পাক ক্রিকেট তারকার নাকি...
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shoaib Malik-Sana Javed-Sania Mirza: শোনা যাচ্ছিল, শোয়েব এবং সানা প্রেম করছেন। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "শুভ জন্মদিন বাডি," সঙ্গে দু’জনের একটি ছবি। কিন্তু বিয়ের খবরে যদিও অনেকেই চমকে গিয়েছেন।
advertisement
1/8

ফের বিয়ে করলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক। পাকিস্তানেরই জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে নতুন সংসার তাঁর। এদিকে ছবি পোস্ট হতে না হতেই চারদিকে শোরগোল।
advertisement
2/8
প্রশ্ন উঠছে, তবে কি সানিয়া মির্জার সঙ্গে সত্যিই বিবাহবিচ্ছেদ হয়েছে শোয়েবের? তবে কি ভেঙে গেল তারকা দম্পতির ঘর? ডিভোর্স নিয়ে জল্পনা তো ছিল, কিন্তু স্পষ্ট কোনও উত্তর পাওয়া যায়নি।
advertisement
3/8
শোয়েব শনিবার এক্স-এ (যা পূর্বে ট্যুইটার নামে পরিচিত ছিল) একটি পোস্টের মাধ্যমে চাঞ্চল্যকর খবরটি দেন। পোস্টটিতে তাঁদের বিয়ের অনুষ্ঠানের ছবি রয়েছে।
advertisement
4/8
যার ক্যাপশনে শোয়েব লিখেছেন, "এবং আমরা তোমাকে যুগল হিসেবে তৈরি করেছি।" গত বছর রোমান্টিক ড্রামা ‘খানি’র নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরে জল্পনা উস্কে দিয়েছিলেন শোয়েব।
advertisement
5/8
শোনা যাচ্ছিল, শোয়েব এবং সানা প্রেম করছেন। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "শুভ জন্মদিন বাডি," সঙ্গে দু’জনের একটি ছবি। কিন্তু বিয়ের খবরে যদিও অনেকেই চমকে গিয়েছেন।
advertisement
6/8
২০১০ সালে বিয়ে করেছিলেন ক্রিকেট এবং টেনিস তারকা। সীমান্তের এপারে এবং ওপারে দুই জায়গাতেই বিয়ের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। ২০১৮ সালে তাঁদের ছেলের জন্ম।
advertisement
7/8
শোনা যায়, সানিয়ার আগে শোয়েবের আরও একটি বিয়ে ছিল। আয়েশা সিদ্দিকি নামের একজনের সঙ্গে। কিন্তু সে কথা স্পষ্ট নস্যাৎ করেছিলেন ক্রিকেটার।
advertisement
8/8
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই সানিয়া সম্প্রতি একটি পোস্ট করেন, যা দেখে অনেকেরই মনে হয়েছিল, বুঝি তাঁদের সম্পর্কে ছেদ ধরেছে। সেই গুঞ্জনকেই সত্যি করল শোয়েবের পোস্ট।