TRENDING:

পদ্মিনী কোলহাপুরে আর ঋষি কাপুরের জনপ্রিয় গান, ৪৩ বছর পরেও এতটুকু ফিকে হয়নি আকর্ষণীয়তা; গানের এই একটি শব্দ নিয়েই রয়েছে এক দারুণ গল্প

Last Updated:
একটা সময় ছিল, যখন অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরের জুটি ছিল সেরা। একাধিক ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই দুই তারকা। কিন্তু এই প্রতিবেদনে তাঁদের ব্লকবাস্টার ‘প্রেম রোগ’ ছবির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে।
advertisement
1/5
পদ্মিনী কোলহাপুরে আর ঋষি কাপুরের জনপ্রিয় গান, এই গানের একটি শব্দ নিয়েই রয়েছে এক দারুণ গল্প
একটা সময় ছিল, যখন অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরের জুটি ছিল সেরা। একাধিক ছবিতে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই দুই তারকা। কিন্তু এই প্রতিবেদনে তাঁদের ব্লকবাস্টার ‘প্রেম রোগ’ ছবির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। এই ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। ‘প্রেম রোগ’ ছবির গান, কাহিনি এবং সমস্ত কিছুই ভক্তদের মন জয় করে নিয়েছিল। আর এই ছবির সাফল্যের পরেই সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন পদ্মিনী কোলহাপুরে। আজকের প্রতিবেদনে এই ছবির সুপারহিট গানগুলি সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/5
প্রেম রোগ ছবির জনপ্রিয় গান হল- ‘ভাঁওয়ারে কো কেহনা না ভুল ভুল... তেরা মধুর নেহি মধুকর…’। ছবিতে ঋষি কাপুরের দিকে তাকিয়ে তাকিয়ে গানটি গাইতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। কিন্তু এই গানের মধ্যে থাকা ‘মধুকর’ শব্দটির অর্থ জানা আছে? সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
3/5
গানের একটি শব্দ: জনপ্রিয় এই সুন্দর গানটি লিখেছিলেন পণ্ডিত নরেন্দ্র শর্মা। গানটির মধ্যে ‘মধুকর’ নামে একটি শব্দ রয়েছে। এটা আসলে একটি সংস্কৃত শব্দ। এর অর্থ হল ভ্রমর। আর সেই ভ্রমরের কথা মাথায় রেখেই এই গান লেখা হয়েছে। একাধিক জায়গায় ব্যবহার করা হয়েছে এই গানটি। ‘রামচরিতমানস’-এও এই শব্দটি ব্যবহার করেছেন তুলসিদাস।
advertisement
4/5
‘ভাঁওয়ারে নে খিলায়া ফুল’-এর অর্থ: ‘ভাঁওয়ারে নে খিলায়া’ ফুল গানটি গেয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুরেশ ওয়াড়কর এবং সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সেই সময় মঞ্চে রীতিমতো আগুন ধরিয়ে দিত এই গান। এমনকী আজও অমর হয়ে রয়েছে গানটি। একবার মঞ্চে সুরেশ ওয়াড়কর নিজেও এই গানের বিষয়ে একটি গল্প ভাগ করে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে, এই গানের মাঝে মাঝে ভ্রমরের যে গুনগুন রব শোনা যায়, সেটা নিজেই তৈরি করেছিলেন তিনি। এই স্টাইলটা দারুণ পছন্দ করেছিলেন স্বয়ং রাজ কাপুর। এমনকী তিনি ব্যাপক প্রশংসাও করেছিলেন।
advertisement
5/5
সুপারহিট ছবি ‘প্রেম রোগ’: ‘প্রেম রোগ’ মূলত একটি মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা। এই ছবিটি প্রযোজনা করেছিলেন রাজ কাপুর। ‘প্রেম রোগ’ ছবির চিত্রনাট্যটি লিখেছেন জৈনেন্দ্র জৈন এবং কামনা চন্দ্র। এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন যুবককে নিয়ে। আসলে এক স্বামীহারা মহিলার প্রেমে পড়েছিলেন ওই যুবক। এভাবেই এগিয়েছে ছবিটির গল্প।
বাংলা খবর/ছবি/বিনোদন/
পদ্মিনী কোলহাপুরে আর ঋষি কাপুরের জনপ্রিয় গান, ৪৩ বছর পরেও এতটুকু ফিকে হয়নি আকর্ষণীয়তা; গানের এই একটি শব্দ নিয়েই রয়েছে এক দারুণ গল্প
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল