TRENDING:

OTT: এই থ্রিলার ছবিটি রাজত্ব করেছে ইন্ডাস্ট্রিতে, ঝুলিতে এসেছে ৩৫টি পুরস্কার, সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে উপভোগ করতে পারবেন দর্শকরা... হাতছাড়া করবেন না এই সুযোগ

Last Updated:
এই ছবিটির বাজেট ছিল ১৬ কোটি টাকা। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ছবিটি। বক্স অফিসে সংগ্রহ করেছিল মোট ৪০০ কোটি টাকা।
advertisement
1/6
এই থ্রিলার ছবিটি রাজত্ব করেছে ইন্ডাস্ট্রিতে, ঝুলিতে ৩৫টি পুরস্কার, এবার দেখুন আরও সহজে
এমন কিছু চলচ্চিত্র রয়েছে, যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। ছবির জন্য নতুন শব্দ খোঁজার জন্য রীতিমতো অভিধান কিনতে হবে। এই প্রতিবেদনে এমনই একটি ছবির বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। এমনকী, বছর তিনেক পরেও টিভি-তে এই ছবি দেখার জন্য হা-পিত্যেশ করে বসে থাকেন দর্শকরা।
advertisement
2/6
এই ছবিটির বাজেট ছিল ১৬ কোটি টাকা। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল ছবিটি। বক্স অফিসে সংগ্রহ করেছিল মোট ৪০০ কোটি টাকা। শুধু তা-ই নয়, দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় সর্বোচ্চ মুনাফা এনে দিয়েছিল ছবিটি। অনেকেই হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন কোন ছবির কথা বলা হচ্ছে। এই ছবিটির নাম কানতারা। মানুষ এবং প্রকৃতির মধ্যে দ্বন্দ্বের উপর ভিত্তি করেই এগিয়েছে ছবির গল্প। যখন ছবিটি মুক্তি পেয়েছিল, তখন সকলের প্রত্যাশা ছিল মোটামুটি। কিন্তু ধীরে ধীরে কন্নড় ইন্ডাস্ট্রিতে হিট ছবির তকমা লাভ করেছে এই ছবিটি।
advertisement
3/6
কর্ণাটকের উপকূলবর্তী এলাকার উপজাতি সম্প্রদায়ের পরম্পরাগত নিয়মরীতি পালন এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল ‘কানতারা’। আর এই ছবির সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে এর বিষয়বস্তুর মধ্যেই। ঋষভ শেঠি পরিচালিত এই ছবিটি মোট ৩৪টি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আর তার মধ্যে ২১টি পুরস্কার জিতেছে। এর মধ্যে রয়েছে ৪টি জাতীয় পুরস্কারও।
advertisement
4/6
প্রথমে এই ছবিটি মুক্তি পেয়েছিল কন্নড় ভাষায়। তবে দর্শকদের চাহিদার কথায় মাথায় রেখে অন্যান্য ভাষাতেও মুক্তি পেয়েছে কানতারা। মূলত তেলুগু, হিন্দি, তামিল এবং মালয়ালম ভাষায় মুক্তি পেয়েছিল ছবিটি। চূড়ান্ত পর্যায়ে গিয়ে ৪০৮ কোটি টাকা সংগ্রহ করে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে ‘কানতারা’।
advertisement
5/6
এই ছবিতে অভিনয় করেছেন ঋষভ শেঠি, সপ্তমী গৌড়া, কিশোর, মানসী সুধীর, অচ্যুত কুমার এবং স্বরাজ। সারা বিশ্বের সঙ্গে ‘কানতারা’-র মাধ্যমে উপকূলবর্তী কর্নাটকের পবিত্র এবং আধ্যাত্মিক ঐতিহ্যের পরিচয় ঘটানো হয়েছিল। তবে ‘বরাহ রুমাপ’ গান এবং থাইকুড়াম ব্রিজ মিউজিক গোষ্ঠীর গাওয়া ‘নবরসম’ গানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক।
advertisement
6/6
এমনকী, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, প্রযোজকদের বিরুদ্ধে মামলা পর্যন্ত দায়ের করা হয়েছিল। পরে দুই পক্ষ আপোস করায় কেরালা হাইকোর্টে এই মামলাটি খারিজ করা হয়েছিল। বর্তমানে এই ছবির প্রিক্যুয়েল আসতে চলেছে। ফার্স্ট লুক পোস্টার বার হওয়ার পরেই ভক্তদের প্রত্যাশা তুঙ্গে পৌঁছে গিয়েছে। নেটফ্লিক্সে আসার কথা ছবিটির। আপাতত হিন্দিতে এই ছবিটি পাওয়া যাবে ইউটিউবে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
OTT: এই থ্রিলার ছবিটি রাজত্ব করেছে ইন্ডাস্ট্রিতে, ঝুলিতে এসেছে ৩৫টি পুরস্কার, সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে উপভোগ করতে পারবেন দর্শকরা... হাতছাড়া করবেন না এই সুযোগ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল