Oscars 2023: অস্কার জিতে ইতিহাস সৃষ্টি করলেন যাঁরা, রইল তাঁদের তালিকা
- Published by:Sayani Rana
Last Updated:
৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে ২০২৩ যাঁরা ইতিহাস গড়লেন, তাঁদের তালিকা রইল। দেখে নিন একনজরে।
advertisement
1/6

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে ২০২৩ যাঁরা ইতিহাস গড়লেন, তাঁদের তালিকা রইল। দেখে নিন একনজরে।
advertisement
2/6
সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন মিশেল ইও, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন। প্রথম এশিয়ান অভিনেত্রী হিসেবে অস্কার পেয়ে তিনি ইতিহাস গড়েছেন।
advertisement
3/6
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম, সেরা পরিচালক এবং সেরা ছবি হিসেবে 'গিয়েমো দেল তোরো'স পিনোকিও' অস্কার জিতে হয়ে ইতিহাস সৃষ্টি করেছে।
advertisement
4/6
রুথ কার্টার সেরা কস্টিউম ডিজাইনার হিসেবে পুরস্কার পেয়েছেন 'ব্ল্যাক প্যান্থার:ওয়াকান্ডা ফরএভার'-এর জন্য। চলচ্চিত্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা যিনি দুবার অস্কার পেয়েছেন।
advertisement
5/6
গুনীত মঙ্গা এবং কার্তিকি গনসালভেস 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্সের' সেরা ডকুমেন্টারি শর্টের জন্য পুরস্কারটি পেয়েছেন। ভারতের প্রথম ভারতীয় প্রযোজিত ছবি হিসেবে অস্কার জিতে ইতিহাস তৈরি করেছে।
advertisement
6/6
ভারতীয় ছবি 'আর আর আর' এর 'নাটু নাটু' সেরা মৌলিক গানের জন্য ভারতের ঝুলিতে এনেছে আরও একটি অস্কার। এই প্রথম কোনও ভারতীয় সিনেমার গান মৌলিক গান হিসেবে অস্কার জয় করে নতুন ইতিহাস গড়েছে।