Oscars 2023: সেরা অভিনেতা, অভিনেত্রী থেকে পরিচালক, অস্কারের মঞ্চে সেরার শিরোপা উঠল কাদের হাতে? জেনে নিন
- Published by:Ankita Tripathi
Last Updated:
অস্কারের মঞ্চে সেরার শিরোপা পেলেন কারা জেনে নিন
advertisement
1/24

অস্কারের মঞ্চে জয়জয়কার ভারতের, নাটু নাটু আর দ্য এলিফেন্ট হুইস্পারসের হাত ধরে দুটি অস্কার এল ঘরে৷
advertisement
2/24
রিহানার ব্ল্যাক প্যান্থার, ওয়াকান্ডা ফর এভার, লেডি গাগার টপ গান মাভেরিকদের ছাপিয়ে সেরা মৌলিক গানের শিরোপা ছিনিয়ে নিল ‘নাটু নাটু’৷ আরআরআর-এর সঙ্গীতকার এম এম কিরাবাণীর এই গানে নেচেছে গোটা বিশ্ব৷
advertisement
3/24
ছোট বিষয়ের অপর সেরা ডকুমেন্টরি অর্থাৎ ডকুমেন্টরি শর্ট ফিল্ম বিভাগে পুরস্কৃত হল ভারতীয় ডকুমেন্টরি ‘দ্য এলিফেন্ট হুইস্পারস’৷ এই ছবির পরিচালকদ্বয় কার্তিকী গনসালভেস এবং গুনিত মোঙ্গা
advertisement
4/24
সেরা ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’৷ পরিচালনায় ড্যানিয়েস কোয়ান এবং ড্যানিয়েল সাইনার্ট৷ আমেরিকান এই ছবি একাধিক পুরস্কার জিতে নিয়েছে
advertisement
5/24
সেরা অভিনেতা- ব্রেন্ডান ফ্রেসার, ‘দ্য হোয়েল’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি
advertisement
6/24
সেরা অভিনেত্রী- মিশেল ইও, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য অ্যাকটর ইন এ লিডিং রোল বিভাগে পুরস্কৃত হলেন তিনি
advertisement
7/24
সেরা সহ অভিনেত্রীর শিরোপা পেলেন জেমি লি কার্টিস ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার জন্য
advertisement
8/24
সেরা সহ-অভিনেতা হলেন ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য কে হুই কোয়ান
advertisement
9/24
অস্কারের মঞ্চে সেরা পরিচালক জুটি ড্যানিয়েস কোয়ান এবং ড্যানিয়েল সাইনার্ট, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ ছবির জন্য এই শিরোপা পেলেন তাঁরা
advertisement
10/24
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম গিলেরমো ডেল তোরোস পাই
advertisement
11/24
সেরা সিনেমাটোগ্রাফির জন্য পুরস্কৃত হলেন জেমস ফ্রেন্ড, ছবি- অল কোয়্যায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
advertisement
12/24
সেরা ডকুমেন্টরি ফিচার ছবি- নাভালনি
advertisement
13/24
সেরা ইন্টারন্যাশানাল ফিচার ফিল্ম- জার্মানির ছবি ‘অল কোয়্যায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
advertisement
14/24
সেরা ফিল্ম এডিটিং- ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’, এডিটর- পল রোজারস্
advertisement
15/24
সেরা কস্টিউম ডিজাইন- ব্ল্যাক প্যান্থার:ওয়াকান্ডা ফরএভার, রুথ কার্টার
advertisement
16/24
সেরা মেকআপ এবং হেয়ার স্টাইলিং- দ্য হোয়েল, মেকআপ শিল্পী- অ্যাডিরেন মোরোট, জুডি চিন এবং অ্যানিমেরি ব্রেডলি
advertisement
17/24
সেরা ছোট ছবি (অ্যানিমেটেড)- দ্য বয়,দ্য মোল, দ্য ফক্স এবং দ্য হর্স
advertisement
18/24
সঙ্গীত বিভাগে সেরার তকমা পেল অল কোয়্যায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট ছবির গান, সঙ্গীত পরিচালক- ভোল্কার বারটেলমান
advertisement
19/24
সেরা সাউন্ড- টপ গান:মাভেরিক মার্ক ওয়েনগার্টেন,জেমস এইচ.মাদার, অল নেলসন, ক্রিস বার্ডেন এবং মার্ক টেলর
advertisement
20/24
সেরা ভিস্যুয়াল এফেক্ট- অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার, এই ছবির ভিস্যুয়াল এফেক্টের নির্মাতারা হলেন- জো লোট্টেরি,রিচার্ড ব্যানেহাম,এরিক সেইনডন, ড্যানিয়েল ব্যারেট
advertisement
21/24
সেরা লেখা (অ্যাডাপটেড স্ক্রিনপ্লে)- ওমেন টকিং স্ক্রিনপ্লে - সারাহ পোলে
advertisement
22/24
সেরা লেখা (অরিজিনাল স্ক্রিনপ্লে) ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ , এই ছবির গল্প লিখেছেন ছবির পরিচালক জুটি ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল সাইনার্ট
advertisement
23/24
সেরা ছোট ছবি (লাইভ অ্যাকশন) অ্যান আইরিশ গুডবাই
advertisement
24/24
সেরা প্রোডাকশন ডিজাইন- ‘অল কোয়্যায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’