TRENDING:

Dalljiet Kaur-Nikhil Patel-Shaleen Bhanot: প্রথম স্বামীর মারে শয্যাশায়ী, সেই দলজিৎ ছেলে, সৎ-মেয়ের সামনে ফের বিয়ের পিঁড়িতে!

Last Updated:
Dalljiet Kaur-Nikhil Patel-Shaleen Bhanot: দলজিতের অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন শালিন তাঁকে কোনওদিন ডাক্তারের কাছে নিয়ে যাননি। দলজিতের বাবা-মায়ের সামনে তাঁকে মারধর করতেন শালিন।
advertisement
1/10
প্রথম স্বামীর মারে শয্যাশায়ী, সেই দলজিৎ ছেলে, সৎ-মেয়ের সামনে ফের বিয়ের পিঁড়িতে!
নতুন অধ্যায় শুরু দলজিৎ কৌরের। দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন মুম্বইয়ের টেলি নায়িকা। জীবনের কঠিন সময় পেরিয়ে নতুন সঙ্গীর সঙ্গে সংসার পাতলেন দলজিৎ।
advertisement
2/10
শনিবার লন্ডনের ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে বিয়ে হল দলজিতের। নায়িকার এক ছেলে আছে তাঁর আগের স্বামী শালিন ভানোটের সঙ্গে। তাঁর বয়স ১৩।
advertisement
3/10
অন্যদিকে নিখিলের আগের পক্ষের স্ত্রীর সঙ্গে তাঁর দু’টি মেয়ে। এক জনের বয়স ১৩৷ অন্যজন ৮ বছরের। দলজিৎ এক সাক্ষাৎকারে জানান, ছেলে জেয়ডন খুব তাড়াতাড়ি নিখিলকে বাবা হিসেবে মেনে নিয়েছেন। মায়ের বিয়ের আগে থেকেই নিখিলকে তিনি পছন্দ করেন।
advertisement
4/10
প্রথম স্বামী শালিনের সঙ্গে এখন সম্পর্ক ভাল হলেও বিচ্ছেদের সময়ে তা ছিল না। তাঁদের বিয়ে নিয়ে একাধিক বিতর্ক হয়েছিল এক সময়ে। স্বামীর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনেছিলেন দলজিৎ।
advertisement
5/10
'কূলবধূ'-তে কাজ করার সময়ে একে অপরের প্রেমে পড়েন শালিন এবং দলজিৎ। ২০০৯ সালে বিয়ের পর তাঁদের এক পুত্রসন্তান হয়। কিন্তু সেই বিয়ে টেকেনি বেশিদিন।
advertisement
6/10
২০১৫ সালে তাঁরা আলাদা হয়ে যান। শালিনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন নায়িকা। শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল দলজিতের।
advertisement
7/10
দলজিৎ এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘বিয়ের পরের দিন থেকেই সমস্যা শুরু হয়। শাশুড়ি আমার সঙ্গে কথা বন্ধ করে দেন। কারণ তাঁর পছন্দের মতো উপহার দিতে পারেনি আমার পরিবার।’’
advertisement
8/10
দলজিতের বাবার পক্ষে তিন মেয়ের ধুমধাম করে বিয়ে দেওয়া সম্ভব ছিল না। শালিনের মতো স্বচ্ছল ছিল না তাঁর পরিবার। কিন্তু সেসব নিয়ে শ্বশুরবাড়িতে অসন্তোষ ছিল। তা ছাড়া একবার এক মহিলাকে নিয়ে প্রশ্ন করায় দলজিৎকে শ্বাসরোধ করার চেষ্টা করেন শালিন। এমনও অভিযোগ রয়েছে।
advertisement
9/10
দলজিতের অভিযোগ, অন্তঃসত্ত্বা থাকাকালীন শালিন তাঁকে কোনওদিন ডাক্তারের কাছে নিয়ে যাননি। দলজিতের বাবা-মায়ের সামনে তাঁকে মারধর করতেন শালিন। একবার নাকি তাঁর পায়ে এমন মেরেছিলেন যে অভিনেত্রী এক মাস বিছানা ছাড়তে পারেননি।
advertisement
10/10
এখন তিনি সুখী। দুবাইতে আলাপ হওয়ার পর নিখিলের সঙ্গে প্রেম হয় দলজিতের। ইতিমধ্যেই তাঁরা হানিমুনে পাড়ি দিয়েছেন। শোনা যাচ্ছে, দলজিৎ তাঁর ছেলেকে নিয়ে নাইরোবিতে চলে যাবেন। প্রশ্ন ওঠে, তবে কি দলজিৎকে আর অভিনয় করতে দেখা যাবে না?
বাংলা খবর/ছবি/বিনোদন/
Dalljiet Kaur-Nikhil Patel-Shaleen Bhanot: প্রথম স্বামীর মারে শয্যাশায়ী, সেই দলজিৎ ছেলে, সৎ-মেয়ের সামনে ফের বিয়ের পিঁড়িতে!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল