Bold Scene: বেডরুম দৃশ্য নায়করা খুবই অসহায়! অন্তরঙ্গ মুহূর্তে যা অবস্থা হয় অভিনেতাদের, জানালেন তামান্না...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Tamannah Bhatia Interview: সম্প্রতি তাঁর অভিনীত লাস্ট স্টোরিজ ২ নিয়ে খুবই আলোচনা হয়েছে৷ সেখানে অসম্ভব লাস্যময়ী ছিলেন তিনি৷ এবং একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ও করেছেন৷ যা নিয়ে অনেক চর্চা হয়েছে৷
advertisement
1/6

তামান্না ভাটিয়ার আলাদা করে কোনও পরিচিয়ের প্রয়োজন নেই৷ তিনি দক্ষিণ ভারত তো বটেই, এখন বলিউডেও জনপ্রিয়৷ সিনেমাপ্রেমীদের বিশেষ পছন্দ তামান্না ভাটিয়া দুই ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করছেন।
advertisement
2/6
সম্প্রতি তাঁর অভিনীত লাস্ট স্টোরিজ ২ নিয়ে খুবই আলোচনা হয়েছে৷ সেখানে অসম্ভব লাস্যময়ী ছিলেন তিনি৷ এবং একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ও করেছেন৷ যা নিয়ে অনেক চর্চা হয়েছে৷
advertisement
3/6
অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ের সময় সহ-অভিনেতাদের অনুভূতির কথা বলতে গিয়ে তামান্না বলেন, অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্য করতে পছন্দ করেন না। রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গিয়ে অনেকেই মনে করেন নায়করা এটা পছন্দ করেন। কিন্তু সেটা ভুল। একটি সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন যে, নায়করা রোমান্টিক দৃশ্য খুব একটা পছন্দ করেন না।
advertisement
4/6
তিনি আরও বলেন যে এছাড়াও, সবার সামনে রোমান্টিক দৃশ্য করা খুব কঠিন। যে সব অভিনেতারা লাজুক এবং শান্ত স্বভাবের তাদের সেই সময় ডায়লগ বলতেও অসুবিধা হয়। অনেকে আবার নাকি রোমান্টিক দৃশ্যে উপস্থিত হতেও পছন্দ করেন না, বলছেন তামান্না৷
advertisement
5/6
সিনেমার থেকেও এখন তাঁকে ওয়েব সিরিজে বেশি দেখা যাচ্ছে তামান্নাকে৷ এমনকী তিনি চুটিয়ে প্রেম করছেন বলেও খবর৷ বিজয় বর্মার সঙ্গে রয়েছে তাঁর বিশেষ সম্পর্ক৷ তবে এই নিয়ে কোনও পক্ষই কথা বলেননি৷
advertisement
6/6
দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে বেশ কয়েকটি জায়গায়৷ এমনকী তাঁরা দু’জনে একসঙ্গে বেড়াতে গিয়েছে বলেও খবর৷ লাস্ট স্টোরিজে দু’জনের অভিনয় ছিল অনবদ্য এবং তাঁর রসায়নও ছিল চোখে পড়ার মতো৷ আপাতত দু’জনকে একসঙ্গে ছবিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷