মাত্র ৫০ টাকায় বড়পর্দায় ছবি! দেব, জিৎ, কোয়েল, মিমিদের ম্যাজিক কোথায় দেখবেন
- Published by:Teesta Barman
Last Updated:
বাংলা তাবড় তাবড় তারকাদের 'পুরনো সিনেমা পুরনো দামে'! বাংলা কালজয়ী সিনেমাগুলি মাত্র ৫০ টাকায় দেখতে পাবেন বড় পর্দায়। শুক্রবার এসভিএফ সিনেমাস-এ 'দুই পৃথিবী' দেখানো হল।
advertisement
1/9

বড় পর্দায় বাংলার স্বর্ণযুগ! দেব, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জিৎ, সোহম। বাংলা তাবড় তাবড় তারকাদের 'পুরনো সিনেমা পুরনো দামে'! বাংলা কালজয়ী সিনেমাগুলি মাত্র ৫০ টাকায় দেখতে পাবেন বড় পর্দায়।
advertisement
2/9
শুক্রবার এসভিএফ সিনেমাস-এ 'দুই পৃথিবী' দেখানো হল। ২ ডিসেম্বর থেকেই শুরু হল এই ছবি-যাত্রা। প্রতি দিন একটা করে সিনেমা দেখানো হবে এসভিএফ-এর প্রেক্ষাগৃহে।
advertisement
3/9
৩ ডিসেম্বর, শনিবার, 'পরাণ যায় জ্বলিয়া রে' দেখানো হবে এসভিএফ সিনেমাস-এ। এখন তো মাল্টিপ্লেক্সে টিকিটের দাম শুরুই হয় ১৫০ টাকা থেকে। অনেক সময় ১০০০ টাকা খরচ করেও সিনেমা দেখতে হয়।
advertisement
4/9
৪ ডিসেম্বর, রবিবার, 'আওয়ারা' দেখতে পাবেন বাংলা সিনেমাপ্রেমীরা। পুরনো দিনের ছবি পুরনো দামেই দেখার সুযোগ করে দিল এসভিএফ সিনেমাস। মাত্র ৫০ টাকায় সাত দিনের এই উৎসবে মাতুন আপনিও।
advertisement
5/9
৫ ডিসেম্বর, সোমবার, 'বোঝেনা সে বোঝেনা'-র জন্য সিনেমা হলে ভিড় জমাবেন দর্শকরা। সোহম-মিমি, আবির-পায়েলের পুরনো হিট রসায়নে আবারও মজবে বাংলা।
advertisement
6/9
৬ ডিসেম্বর, মঙ্গলবার, 'চিরদিনই তুমি যে আমার'। বড়পর্দায় প্রথম বার রাহুল-প্রিয়াঙ্কার প্রেম দেখতে হলে এই দিনে এসভিএফ সিনেমাস-এ যেতেই হবে।
advertisement
7/9
৭ ডিসেম্বর, বুধবার, 'প্রেম আমার'। রাজ চক্রবর্তীর পুরনো ম্যাজিক, সোহম-পায়েলের রসায়ন, মন মাতানো গানে আবারও প্রেক্ষাগৃহ গমগম করবে।
advertisement
8/9
৮ ডিসেম্বর, বৃহস্পতিবার, শুভশ্রী আর দেবের 'চ্যালেঞ্জ' দেখানো হবে এসভিএফ সিনেমাস-এ। মাত্র ৫০ টাকায়। তারকাদের ভক্তদের নস্টালজিয়ায় ফিরে যাবেন এ দিন।
advertisement
9/9
বাংলার বিভিন্ন এলাকা এই সাত দিনের সিনেমা উৎসবে মুখর! পুরুলিয়া, কৃষ্ণনগর, নরেন্দ্রপুর, বারুইপুর, উদয়ন, জলপাইগুড়ি, কোচবিহার, কালনা, রায়গঞ্জ, দুর্গাপুর, হলদিয়া, চুঁচুড়ার মতো একাধিক জায়গায় রয়েছে এসভিএফ সিনেমাস।