O Abhagi: দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসবে জয় এবং ৫০ দিন পূর্তি ‘ও অভাগী’ ছবির; আনন্দ উদযাপনের জন্য শহরে হয়ে গেল জোরদার পার্টি, চোখ এবার ১০০ দিনের মাইলফলকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
O Abhagi Movie 50 Days Celebration: ছবির এবার ৫০ দিন পূর্তি হল। শুধু তা-ই নয়, অন্যান্য চলচ্চিত্র উৎসবেও গৌরবের সঙ্গে চলছে ‘ও অভাগী’। ছবির আইএমডিবি রেটিংও পৌঁছে গিয়েছে ৭.৯-এ।
advertisement
1/23

‘ও অভাগী’ ছবিতে অভিনয়ের জন্য ১৪তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর শিরোপা উঠেছে রফিয়াত রশিদ মিথিলার মাথায়। সেই ছবির এবার ৫০ দিন পূর্তি হল। শুধু তা-ই নয়, অন্যান্য চলচ্চিত্র উৎসবেও গৌরবের সঙ্গে চলছে ‘ও অভাগী’। ছবির আইএমডিবি রেটিংও পৌঁছে গিয়েছে ৭.৯-এ। আর সেই জয় উদযাপন করার জন্যই সম্প্রতি কলকাতার এক লাউঞ্জ বারে হয়ে গেল এক পার্টি।
advertisement
2/23
ছবির প্রযোজক ডা. প্রবীর ভৌমিক বলেন, “পেশায় আমি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। কিন্তু দীর্ঘ প্রায় ১২ বছর ধরে আমি বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। আর বিশ্ববরেণ্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম ক্লাসিক ছোটগল্প ‘অভাগীর স্বর্গ’-এর উপর ভিত্তি করে একটি যুগান্তকারী চলচ্চিত্র নির্মাণ করা সত্যিই একটি বড় সম্মান। পরিচালক অনির্বাণ চক্রবর্তীর নেতৃত্বে আমাদের টিম দুর্দান্ত কাজ করেছে। তবে চরম আবহাওয়া পরিস্থিতিতে গ্রামবাংলা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা জুড়ে এই গল্পটির চিত্রগ্রহণ করতে গিয়ে আমরা অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। যেহেতু এই ছবিটি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে মনোনীত হয়েছে এবং জয়লাভও করেছে, ফলে একজন প্রযোজক হিসেবে আমি দর্শকদের প্রতিক্রিয়া এবং বিচারকদের রায়ে সম্মানিত বোধ করছি। আমরা পরবর্তী ১০০-তম দিনের মাইলফলকের জন্য সফল ভাবে ছবিটি চালানোর আশা করছি।”
advertisement
3/23
পরিচালক অনির্বাণ চক্রবর্তী বলেন, “৫০ দিন পূর্তি উদযাপনের পার্টিতে এটি সত্যিই আমাদের অত্যন্ত আনন্দদায়ক অভিজ্ঞতা ছিল। আমরা হাফ সেঞ্চুরি করেছি আর আমি এখন সেঞ্চুরি উদযাপনের অপেক্ষায় রয়েছি। আর সেই উদযাপন সত্যিই দ্বিগুণ হয়ে যাবে। আমরা গর্বিত এবং সৌভাগ্য বোধ করছি যে, ‘ও অভাগী’ ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরস্কার জিতেছে। যেমন - অষ্টম ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবি, সপ্তম নয়াদিল্লি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ সেরা ছবি ও সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে এবং ১৪-তম দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে ‘ও অভাগী’। এর পাশাপাশি একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে ছবিটি। তবে দর্শকদের প্রশংসাই হল আমার কাছে সর্বোচ্চ সম্মান, যা এই ছবিটি জিতে নিয়েছে। পরিচালক হিসেবে আমি আমার প্রযোজক ডা. প্রবীর ভৌমিককে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমি যেভাবে চেয়েছিলাম, ঠিক সেভাবেই কাজ করার জন্য আমাকে সুযোগ এবং অনেক স্বাধীনতা দিয়েছেন তিনি।”
advertisement
4/23
সুব্রত দত্ত
advertisement
5/23
প্রসঙ্গত, অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’-এর উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করেছেন পরিচালক অনির্বাণ চক্রবর্তী। সেই ছবিতেই মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে মিথিলাকে।
advertisement
6/23
আর অভাগীর চরিত্রে তাঁর অভিনয় প্রচুর প্রশংসা কুড়িয়ে নিয়েছে। এদিকে ওই ছবিতে রসিক চরিত্রে দেখা গিয়েছে আরজে সায়নকে এবং জমিদারের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত দত্ত। আর অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, আরজে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ হালদার।
advertisement
7/23
জাতপাত আজকের দিনেও প্রচলিত। এটাই ফুটে উঠেছে ছবির কাহিনিতে। সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবার অভাব ও মৃত্যুর যে নিষ্ঠুর বাস্তব - সেটাও ছবির ছত্রে ছত্রে প্রতিফলিত হয়েছে।
advertisement
8/23
অভিজিৎ গুহর সঙ্গে অনির্বাণ চক্রবর্তী
advertisement
9/23
আসলে রোগের কারণে মৃত্যু আধুনিক সময়ে প্রান্তিক অংশগুলির ক্ষেত্রেও কিন্তু কঠোর বাস্তব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনির ১০০ বছর পরেও স্পষ্ট ভাবে দেখা যাবে যে, একটি ক্ষয়িষ্ণু জাতপাতের দিকে ঝুঁকে রয়েছে এই সমাজ।
advertisement
10/23
যেখানে আজকের দিনেও দলিত, তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্যান্য গোষ্ঠীর মানুষদের লাঞ্ছনা এবং হেনস্থার সম্মুখীন হতে হয়। তবে ক্লাইম্যাক্সে রয়েছে দুর্দান্ত একটা ট্যুইস্ট। যেখানে শিশুটি তার মায়ের শেষ ইচ্ছার নির্মম প্রত্যাখ্যানের সাক্ষী হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে। তবে ভেঙে পড়লেও এখানে তার বুকের ভিতর জমে থাকা রাগ-ক্ষোভ যেন একটা আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছে!
advertisement
11/23
পারিজাত, মানসী ও পায়েল
advertisement
12/23
অভিনেত্রী পূজা কর্মকার
advertisement
13/23
অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়
advertisement
14/23
অভিনেত্রী পারিজাত চক্রবর্তী
advertisement
15/23
অভিনেতা রিজওয়ান
advertisement
16/23
কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়
advertisement
17/23
পূজা চট্টোপাধ্যায়
advertisement
18/23
পরিচালক মানসী সিনহা
advertisement
19/23
ইমরান জাকি ও পিঙ্কল নন্দী
advertisement
20/23
অ্যানি সেন
advertisement
21/23
আরজে জিনিয়া ও আরজে সায়ন
advertisement
22/23
সৃষ্টিপ্রিয়া, রানা, পিঙ্কল এবং প্রিয়াঙ্কা
advertisement
23/23
রাশিয়ান কনস্যুলেট জেনারেল অ্যালেক্সি ইদামকিনের সঙ্গে উজ্জ্বল অধিকারী