Nysa Devgn's Boyfriend: ধন-কুবেরদের হার মানান! ইনিই নাকি নাইসার প্রেমিক, কাজলের মেয়ের কাছের মানুষটি কে
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Nysa Devgn's Boyfriend: নাইসার প্রেম নিয়েও জল্পনা কম নয়। নেটমাধ্যমে এক যুবকের সঙ্গে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন বলিউডের তারকা সন্তান। গুঞ্জন সেই যুবকই নাকি নাইশার প্রেমিক।
advertisement
1/5

নাইসা দেবগণ। অজয় দেবগণ এবং কাজলের কন্যা। ঝুলিতে ছবির সংখ্যা আপাতত শূন্য। তবে আগাগোড়াই শিরোনামে থাকেন তিনি। কখনও পোশাক, কখনও আবার বিলাসবহুল জীবনযাপন, নানা কারণে চর্চা হয় তাঁকে নিয়ে।
advertisement
2/5
নাইসার প্রেম নিয়েও জল্পনা কম নয়। নেটমাধ্যমে এক যুবকের সঙ্গে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন বলিউডের তারকা সন্তান। গুঞ্জন সেই যুবকই নাকি নাইসার প্রেমিক। এ বিষয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।
advertisement
3/5
এই যুবকের সঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ান অজয়-কাজলের কন্যা। পার্টিতেও সঙ্গী তিনিই। নাইসার বন্ধুটির নাম বেদান্ত মহাজন। ২৫ বছর বয়সি এই যুবক একজন উদ্যোগপতি। দুই বন্ধুর সঙ্গে এমভিএম এন্টারটেইনমেন্ট নামে একটি প্রতিষ্ঠান চালান তিনি।
advertisement
4/5
ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পড়াশোনা করেছেন বেদান্ত। বলিউডের একাধিক তারকা কাজ করেছেন তাঁর সঙ্গে। নাইসার মতোই বিলাসবহুল জীবনযাপন বেদান্তের। পার্টি, বিদেশ ভ্রমণ, দামী ব্র্যান্ডের পোশাক, তাক লাগিয়ে দেওয়া গাড়ি, কোনও তারকার থেকে পিছিয়ে নেই তিনি।
advertisement
5/5
নাইসার সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে। বেশিরভাগ জায়গাতেই একসঙ্গে দেখা যায় তাঁদের। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কিছু বলতে নারাজ তাঁরা।