advertisement
1/6

♦ অভিনয়ের দুনিয়া থেকে এ বার তিনি রাজনীতিতে ৷ রাজনীতিতে যোগ দিয়েই তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
2/6
♦ টলিউড থেকে সোজা নিজের কেন্দ্রে রওনা ৷ সেখানে গিয়ে কখনও রাজনৈতিক সভায় বক্তৃতা ৷ কখনও শিশুদের কোলে তুলে নিয়ে আদর ৷ ভোটারদের সঙ্গে একাত্ম হয়ে যেতে কোনও খামতিই রাখছেন না তিনি ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
3/6
♦ গতকাল রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ঘুগনি আর রোল খাওয়ার ছবি পোস্ট করেছিলেন নুসরত ৷ আসলে সেলেব্রিটিদের সব সময় রাখতে হয় আড়াল ৷ অনেক ছোটখাটো ইচ্ছে মনের মধ্য উঁকি দিলেও তা পূরণ করা সব সময় করা হয়ে ওঠে না ৷ নতুন রূপে তিনি ৷ এখানে বরং উল্টোটাই করতে হয় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
4/6
♦ জনপ্রতিনিধি হয়ে উঠতে হলে মিশে যেতে হবে জনগণের সঙ্গে ৷ আর এটাই করতে গিয়ে একটা অন্যরকম অনুভূতি হল ৷ আর নিজের সেই অনুভূতির কথা জানাতে ভোলেননি নায়িকা ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
5/6
♦ এর মধ্যেইে চলে এসেছে পয়লা বৈশাখ ৷ সকাল থেকেই এক্কেবারে অন্য আমেজ ৷ বাঙালি বলে কথা ৷ এক্কবারে ট্রাডিশনাল সাজে এ দিন নিজেকে সাজিয়ে তুলেছিলেন নুসরত ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
advertisement
6/6
♦ পয়লা বৈশাখের দিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেছেন নুসরত ৷ লাল আর সাদায় নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি ৷ নুসরত সেই ছবির ক্যাপশন লিখেছেন,‘‘শুভ নববর্ষ...!! নতুন বছর খুব ভাল কাটুক..সবার মঙ্গল হোক..!!’’ছবি: ইনস্টাগ্রাম ৷