Yash Dargupta| Nusrat Jahan|| বিদেশ পাড়ি যশ-নুসরতের, সফর সঙ্গী ছোট্ট ঈশান? তারকা জুটির এয়ারপোর্টের ছবি তুমুল ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan-Yash Dasgupta Airport Photos: বিদেশে পাড়ি দিলেন ‘যশরত' অর্থাৎ যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। তাঁদের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে তারই ইঙ্গিত মিলেছে।
advertisement
1/10

*ছেলের বয়স এখনও এক বছরও হয়নি। কিন্তু কাজের জন্য মাঝে-মধ্যেই নানা জায়গায় যেতে হয় নুসরত জাহানকে। শহরে শুটিং থাকলেও বাড়ির বাইরেই থাকতে হয় যশ এবং নুসরতকে। তবে যতটা সময় বাড়িতে থাকেন, তা দুই সন্তানের জন্য বরাদ্দ বলেই নানা সময়ে জানিয়েছেন তাঁরা। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
2/10
*তবে সম্প্রতি তাঁদের গোয়া বেড়াতে যেতে দেখা গিয়েছিল। এ ছাড়াও দু'জনের প্রেমের সূচনার সময় থেকেই তাঁদের বেড়াতে যাওয়ার ছবি সামনে উঠে আসে। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
3/10
*এ বারে ফের বিদেশে পাড়ি দিলেন ‘যশরত'। তাঁদের সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে তারই ইঙ্গিত মিলেছে। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
4/10
*তবে তাঁরা কাজের জন্য বিদেশে পাড়ি দিলেন নাকি একেবারেই ব্যক্তিগত সময় কাটাতে তা এখনও স্পষ্ট নয়। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
5/10
*যশ এবং নুসরতের পাসপোর্টের ছবি দেখা গেলেও, তাঁরা কোঠাও পাড়ি দিয়েছেন তা এখনও জানা যায়নি। তারকা দম্পতি কোথা থেকে ছবি শেয়ার করেন পরবর্তীতে, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সবাই। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
6/10
*সোমবার দুপুরে সময় মিলিয়ে এয়ারপোর্ট লুকের ছবি পোস্ট করেছেন যশ-নুসরত। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
7/10
*নুসরতের পরনে কালো টাইটস, সঙ্গে কালো রঙা ক্রপ টপ ও সাদা জ্যাকেট। হাতে লম্বা ব্যাগ, খোলা চুল। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
8/10
*নুসরতের হাতে পাসপোর্ট ও টিকিটের ছবি স্পষ্ট। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
9/10
*এয়ারপোর্টে দাঁড়িয়েই কফির কাপে চুমুক দিতে ব্যস্ত যশ। তাঁর পরনে কালো টি-শার্ট ও ব্লু ডেনিম। ছবি:ইনস্টাগ্রাম।
advertisement
10/10
*তবে ছবিতে যশ-নুসরতের সঙ্গে দেখা যায়নি ছোট্ট ঈশানের। তা থেকেই অনুমান ছোট্ট ঈশানকে বাড়িতে রেখেই পাড়ি দিয়েছেন দু'জনে। ছবি:ইনস্টাগ্রাম।