Nusrat Jahan | Yash Dasgupta : যশের আঙুল আঁকড়ে রয়েছে ছোট্ট ঈশান! প্রথমবার বাবার কোলে খুদে, নুসরতের পোস্ট ভাইরাল
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan | Yash Dasgupta : দীপাবলিতে সন্তানের ছবি প্রকাশ্যে এনেছিলেন নুসরত। আর এবার যশের কোলে ছোট্ট ঈশানের ছবি পোস্ট করলেন নুসরত।
advertisement
1/6

টলিপাড়ার আলোচনার কেন্দ্রে থাকেন নুসরত জাহান। অভিনেত্রী ও সাংসদ হিসেবে তো বটেই। তবে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার শেষ নেই। গত ২৬ অগাস্ট সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। তার পরে প্রকাশ করেছেন, তাঁর সন্তানের বাবা যশ দাশগুপ্তই।
advertisement
2/6
নুসরত সন্তানসম্ভবা এই খবর ছড়াতেই জল্পনা শুরু হয়, কে সন্তানের বাবা। কারণ ততদিনে বিচ্ছেদ হয়ে গিয়েছে নিখিল জৈনের সঙ্গে। নিখিল জানিয়েছিলেন, গর্ভস্থ্য সন্তান তাঁর নয়। নুসরত নিজেই জানান, সন্তানের পেরেন্টিং করছেন তিনি ও যশ। সোশ্যাল মিডিয়ায় হাসব্যান্ড হিসেবেও যশকে সম্বোধৱন করেছেন অভিনেত্রী।
advertisement
3/6
দীপাবলিতে সন্তানের ছবি প্রকাশ্যে এনেছিলেন নুসরত। সঙ্গে ছিলেন যশও। যশও তাঁর বড় ছেলের ছবি সেদিন প্রকাশ্যে আনেন। আর এবার যশের কোলে ছোট্ট ঈশানের ছবি পোস্ট করলেন নুসরত।
advertisement
4/6
ছবিতে দেখা যাচ্ছে যশের কোলে একরত্তি। সেই ছোট্ট ঈশান আঁকড়ে ধরে রয়েছে বাবার আঙুল। ছবিতে নুসরত ক্যাপশনে লিখেছেন "কৃতজ্ঞ"।
advertisement
5/6
প্রসঙ্গত, নিখিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই যশের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছিল। তারপরই আলাদা হয়ে গিয়েছিলেন নুসরত ও নিখিল। সম্প্রতি দুজনের ডিভোর্সের সিলমোহর দিয়েছে আদালত।
advertisement
6/6
সম্প্রতি যশের সঙ্গে একটি ছবিরও শ্যুটিং শুরু করেছেন নুসরত। ছবির প্রযোজক এনা সাহা। অন্যদিকে নুসরতের চ্যাট শো, ইশক উইথ নুসরতেও অতিথি হয়ে এসেছেন যশ।