TRENDING:

Nusrat Jahan | Yash Dasgupta : নুসরত-যশ কি ইতিমধ্যেই বিয়ে সেরেছেন? অভিনেত্রীর মন্তব্যে জোর জল্পনা

Last Updated:
Nusrat Jahan | Yash Dasgupta : ঈশানের জন্মের পরে নুসরত নিজে মুখেই বলেছিলেন, তিনি ও যশ বাচ্চার যথার্থ দেখাশোনা করছেন। কিন্তু যশের সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলেননি অভিনেত্রী।
advertisement
1/6
নুসরত-যশ কি ইতিমধ্যেই বিয়ে সেরেছেন? অভিনেত্রীর মন্তব্যে জোর জল্পনা
গত বছর অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান সন্তানের জন্ম দেন। নাম রাখেন ঈশান। ২০২০-র ডিসেম্বর থেকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে থাকছেন নুসরত। ঈশানের জন্মের পরে নুসরত নিজে মুখেই বলেছিলেন, তিনি ও যশ বাচ্চার যথার্থ দেখাশোনা করছেন। কিন্তু যশের সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলেননি অভিনেত্রী।
advertisement
2/6
গত সপ্তাহে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে নুসরত বলেন, "আপনি কী ভাবে জানলেন আমি বিবাহিত নই?" এমনকি সেই সাক্ষাৎকারে নুসরত এও বলেন যে, তাঁর আবার বিয়ে করার দরকার নেই। এই মন্তব্য থেকেই জল্পনা শুরু হয়েছে।
advertisement
3/6
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নুসরত সম্প্রতি যশের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলেন। নুসরত বলেন, "আমি জানি না, এটা নিয়ে মানুষের কেন এত কৌতুহল। সবাই আমায় বিয়ের কথা জিজ্ঞাসা করতে থাকে। আপনারা কী ভাবেন? আমি সবাইকে ডেকে বলব, শুনছেন আমি বিয়ে করছি। এরকমই যদি হয়, তাহলে আপনি ভুল আশা করছেন।"
advertisement
4/6
যশ আর তিনি কবে বিয়ে করছেন, জিজ্ঞাসা করায় নুসরত বলেন, "আমাদের আবার বিয়ে করার কোনও দরকার নেই।" এই থেকেই জল্পনা শুরু হয়েছে যে, ইতিমধ্যেই বিয়ে করেছেন তারকা জুটি। গত দীপাবলিতে নুসরতের সঙ্গে ও ঈশানের সঙ্গে ছবি প্রকাশ্যে আনেন যশ।
advertisement
5/6
নুসরত আরও বলেন, "আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে যদি না কথা বলি, সেটা আমার পছন্দ। তাই না? আমার মনে হয়, দুজন বিবাহিত মানুষের নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়া উচিত। তারা দুজন যদি সুখী হয়, তা হলে কার কী করার আছে?"
advertisement
6/6
প্রসঙ্গত, নিখিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই যশের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়েছিল। তারপরই আলাদা হয়ে গিয়েছিলেন নুসরত ও নিখিল। কিছুদিন আগে দুজনের ডিভোর্সের সিলমোহর দিয়েছে আদালত।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nusrat Jahan | Yash Dasgupta : নুসরত-যশ কি ইতিমধ্যেই বিয়ে সেরেছেন? অভিনেত্রীর মন্তব্যে জোর জল্পনা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল