Nusrat: আকাশ-রঙা বিকিনি! দু'হাত মেলে দিলেন নুসরত! শরীরী ছন্দে আঁকলেন ছবি!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Nusrat: নুসরতের সাহসী পোস্টে কাঁপছে নেট-দুনিয়া। একের পর এক বোল্ড ছবিতে মারকাটারি নায়িকা!
advertisement
1/5

নুসরত! তাঁকে নিয়ে নতুন কিছু বলার নেই। টলিউডের এই নায়িকার নামটাই তাঁর পরিচয়। নুসরত একা হাতে অনেক কিছু সামলান। সন্তানের দায়িত্ব, অভিনয় সেই সঙ্গে সাংসদ পদ। সম্প্রতি নুসরতের বেশ কিছু ছবি ফের নজর কাড়ল। photo source Instagram
advertisement
2/5
সমুদ্র সৈকতে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান নুসরত। পাহাড়ের থেকে বেশি তাঁর সমুদ্রই পছন্দ। সেখানে আকাশ-রঙা বিকিনি টপ ও লেমন ইয়েলো পালাজোতে নজর কেড়েছেন নায়িকা। photo source Instagram
advertisement
3/5
দু'হাত তুলে আকাশে মেলে ধরেছেন। শরীরী ছন্দে আকাশে আঁকলেন ছবি। photo source Instagram
advertisement
4/5
ইনস্টাগ্রামে এই ছবি শেয়ার করে নুসরত লেখেন, "ছবি আঁকো আকাশে। নিজের করে তোলো।"photo source Instagram
advertisement
5/5
এই ছবি সামনে আসতেই ভক্তরা নায়িকার প্রশংসায় মেতেছেন। বহু মানুষ এই ছবিতে লাইক কমেন্ট করেছেন। photo source Instagram