Nusrat Jahan: 'প্লাস্টিক সার্জারি' করেই কি এই ভোলবদল? আসল রহস্য ফাঁস হতেই নুসরতকে নিয়ে তোলপাড়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Nusrat Jahan: বডি শেমিং থেকে প্লাস্টিক সার্জারি, সন্তানের জন্ম, মাতৃত্ব এই সব কিছু নিয়েই এবার মুখ খুললেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
advertisement
1/5

বিতর্ক যেন পিছু ছাড়ে না সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের। যদিও শিরোনামে থাকতে তিনি যে কতটা সিদ্ধহস্ত তা সকলেরই জানা। এমনকী প্লাস্টিক সার্জারি নিয়েও একাধিক বিতর্ক রয়েছে নুসরত জাহানকে কেন্দ্র করে।
advertisement
2/5
নুসরত জাহানও কি প্লাস্টিক সার্জারি করিয়েছেন? নুসরত জাহানের সৌন্দর্যের পিছনেও নাকি রয়েছে প্লাস্টিক সার্জারি। এই প্রশ্ন দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এবং নেটিজেনদের একটা বড় অংশ তেমনটাই মনে করে।
advertisement
3/5
এই প্রথমবার ক্যামেরার সামনে অকপট নুসরত জাহান। বডি শেমিং থেকে প্লাস্টিক সার্জারি, সন্তানের জন্ম, মাতৃত্ব এই সব কিছু নিয়েই এবার মুখ খুললেন টলিপাড়ার সাংসদ অভিনেত্রী নুসরত জাহান।
advertisement
4/5
নিজের টক শো 'ইশক উইথ নুসরত','ভালবাসায় বোল্ড'-এ নুসরত বলেছিলেন, অনেকেই ভাবেন আমি নাকের সার্জারি করিয়েছি, তাদের উদ্দেশ্যে বলি আমি কোনও রকমের সার্জারি করায়নি। হরমোনের তারতম্যের জন্য আমার নাকটা বড় হয়ে গেছিল। এবং চামড়ার রং ও টু টোন হয়ে গেছিল। সন্তান জন্মের পর ধীরে ধীরে আবার আগের জায়গায় ফিরছি।
advertisement
5/5
সন্তান-সংসার- কেরিয়ার সামলে এবার নতুন ইনিংস শুরু করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রী আরও বলেন,যেভাবে এই নাকের কারণে ট্রোলড হয়েছিলাম সেই সময়ে মানসিক জোর না থাকলে হয়তো পারতাম না। শেষে জোর গলায় বলেন এটাই আমার জীবন। তাই যা করেছি একদম ঠিক করেছি। আমার জীবন আমি সিদ্ধান্ত নিয়েছি।