‘বগলটা এমন কেন?’ নুসরতের ছবিতে কু-মন্তব্য নেটিজেনের, তোলপাড় নেটদুনিয়া
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
না হয় একটা ছবিই পোস্ট করেছেন, তাই নিয়ে এত কথা৷ নেটিজেনরা তো একেবারে হামলে খেয়ে পড়েছেন নুসরতের ওপর ৷
advertisement
1/5

না হয় একটা ছবিই পোস্ট করেছেন, তাই নিয়ে এত কথা৷ নেটিজেনরা তো একেবারে হামলে খেয়ে পড়েছেন নুসরতের ওপর ৷ Photo: Instagram
advertisement
2/5
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া সম্প্রতি এমন এক কাণ্ড ঘটিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ৷ যা দেখে নেটিজেনদের কপালে উঠল চোখ !
advertisement
3/5
ফিটনেস নিয়ে সব সময়ই সচেতন নুসরত ৷ সকালে উঠে তাই রোজ দিনের শুরু করেন এক্সারসাইজের মধ্যে দিয়েই৷ আর তাই তো সকালের প্রথম সেলফিটিও হয় সেই পোশাক পরেই তুললেন নুসরত ৷ Photo: Instagram
advertisement
4/5
তবে নুসরতের ছবি দেখে রীতিমতো আগুন জ্বলল নেটদুনিয়ায় ৷ কিছু নেটিজেন তো শুরু করল কু-মন্তব্য ৷ একজন তো লিখলেন, বগলের নীচটা এরকম কালো কেন?
advertisement
5/5
তবে এই গোটা ব্যাপারে নুসরত কিন্তু একেবারেই বিন্দাস৷ তিনি রয়েছেন একেবারেই নিজের মতো ৷ Photo: Instagram