Nushrratt Bharuccha: উন্মুক্ত বক্ষবিভাজিকায় লাস্যের হাতছানি, বসন্ত সমাগমে নুসরত ভারুচা মোহময়ী
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Nushrratt Bharuccha:উন্মুক্ত বক্ষবিভাজিকায় লাস্যের হাতছানি৷ ঘাগড়া চোলিতে মিশে গিয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য
advertisement
1/10

স্বচ্ছ বক্ষ আবরণীতে গুচ্ছ গুচ্ছ ফুল৷ কো অর্ড সেটে নুসরত ভারুচার টোনড শরীর ভাস্কর্যসম৷
advertisement
2/10
ক্যাজুয়াল ফ্লোরাল পোশাকে নুসরত উজ্জ্বল ও পেলব একগোছা ফুলের মতোই৷
advertisement
3/10
হাল্কা হলুদ ও গোলাপি পোশাকে নুসরত যেন ফুলের মতোই তাজা৷
advertisement
4/10
সবুজ জুতোর সঙ্গে লম্বা গোলাপি ফ্লোরাল পোশাকে তিনি যেন একগুচ্ছ বুগেইনভিলিয়া৷
advertisement
5/10
হ্রস্ব ফুলেল পোশাকে সারল্য ও মোহময়ী রূপ মিশে গিয়েছে তাঁর মধ্যে৷
advertisement
6/10
ফ্লোরাল কো অর্ড পোশাকে ফুটে উঠেছে তাঁর অনন্য দেহতনু৷
advertisement
7/10
ফুল ফুটুক, না ফুটুক, আজ বসন্ত৷ ঋতুরাজকে স্বাগত জানানোর উচ্ছ্বাস নুসরত ভারুচার ফুলেল পোশাক ও দেহবল্লরীতেও৷
advertisement
8/10
প্যাস্টেল শেডেও ধরা পড়েছে বসন্তের রং৷
advertisement
9/10
উন্মুক্ত বক্ষবিভাজিকায় লাস্যের হাতছানি৷ ঘাগড়া চোলিতে মিশে গিয়েছে প্রাচ্য ও পাশ্চাত্য৷
advertisement
10/10
ফ্লোরাল ইন্দো ওয়েস্টার্ন পোশাকে নুসরত যেন আরব্যরজনীর নায়িকা৷