মিঠুন, বনি কিংবা রজনীকান্ত নন; বরং মেয়ের জন্য এই অভিনেতাকেই জামাই হিসেবে পছন্দ ছিল শ্রীদেবীর মায়ের, কিন্তু সত্যটা জানার পর যা করেছিলেন…
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Sridevi Mother Wanted To Make Her Son In Law To This Actor: দক্ষিণ ভারত থেকে আশির দশকে বলিউডে পা রেখেছিলেন। তারপর বহু তারকার সঙ্গেই জড়িয়েছে অভিনেত্রীর নাম। তালিকায় রয়েছেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, কমল হাসান এমনকী বনি কাপুর। যদিও পরে বিবাহিত বনি কাপুরের সঙ্গেই সংসার পেতেছিলেন।
advertisement
1/7

বি-টাউনের তারকা অভিনেত্রী ছিলেন তিনি। একবার পর্দায় এলেই তাঁর দুষ্টু-মিষ্টি হাসি, মাতাল করা দুটো চোখ যেন ভক্তদের মনে গেঁথে যেত। দক্ষিণ ভারতীয় এই সুন্দরী যেন দাপটের সঙ্গে শাসন করতেন বলিউডকে। কথা হচ্ছে শ্রীদেবীর। তাঁর ফিল্মি কেরিয়ারের কথা আলাদা করে বলে দিতে হয় না। দক্ষ অভিনয়ের জোরে আজও তিনি ভক্তদের মনে অমর। তবে একটা সময় ছিল, যখন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কম চর্চা হয়নি।
advertisement
2/7
দক্ষিণ ভারত থেকে আশির দশকে বলিউডে পা রেখেছিলেন। তারপর বহু তারকার সঙ্গেই জড়িয়েছে অভিনেত্রীর নাম। তালিকায় রয়েছেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, কমল হাসান এমনকী বনি কাপুর। যদিও পরে বিবাহিত বনি কাপুরের সঙ্গেই সংসার পেতেছিলেন। অবশ্য তাঁদের প্রেমকাহিনি সকলেরই জানা। আসলে শ্রীদেবী ছিলেন বনির প্রথম স্ত্রী তথা অর্জুন কাপুরের মা মোনা শৌরি কাপুরের বন্ধু। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে, শ্রীদেবীই তাঁর সতীন হয়ে উঠবেন। প্রচুর কাঠখড় পুড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বনি-শ্রীদেবী। তবে অনেকেই হয়তো জানেন না যে, অভিনেত্রীর মা নিজের জামাই হিসেবে পছন্দ করেছিলেন অন্য একজনকে। কিন্তু কে তিনি। সেই গল্পই আজ শুনে নেওয়া যাক।
advertisement
3/7
Koimoi-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, শ্রীদেবীকে নিয়ে সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য প্রকাশ্যে এনেছিলেন মুরলী মোহন। নিজের কেরিয়ারের প্রথম দিককার কাহিনি বর্ণনা করেছেন। তিনি এ-ও দাবি করেছেন যে, তাঁকেই জামাতা হিসেবে চেয়েছিলেন শ্রীদেবীর মা। এমনকী এ-ও জানান যে, শ্রীদেবীর সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলার জন্য মুরলী মোহনের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন অভিনেত্রীর মা।
advertisement
4/7
সত্য জানার পর…: অভিনেত্রী যখন রুপোলি দুনিয়ায় পা রাখেন, সেই সময় বড়সড় তারকা ছিলেন মুরলী মোহন। তবে শ্রীদেবীর মা জানতেন না যে, মুরলী তখন বিবাহিত ছিলেন। এমনকী তাঁর দুই সন্তানও ছিল। শ্রীদেবীর মা এটা জেনেই বিয়ের পরিকল্পনা বাতিল করেন।
advertisement
5/7
কমল হাসানকে পছন্দ: এদিকে কমল হাসানও শ্রীদেবীর স্মরণসভায় জানিয়েছিলেন যে, একাধিক ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছেন। তাঁদের জুটিও ভক্তদের পছন্দ ছিল। সেই কারণে শ্রীদেবীর মা চেয়েছিলেন, কমল হাসানের সঙ্গেই সংসার পাতুক তাঁক কন্যা।
advertisement
6/7
শ্রীদেবীর প্রেমে রজনীকান্ত: রজনীকান্ত এবং শ্রীদেবীর মধ্যেও ছিল বিশেষ সম্পর্ক। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন তাঁরা। শোনা যায় যে, শ্রীদেবীর প্রেমে পড়েছিলেন রজনীকান্ত। কিন্তু মুখ ফুটে সে কথা বলতে পারেননি।
advertisement
7/7
মিঠুন চক্রবর্তীর সঙ্গে গভীর প্রেম এবং বনির সঙ্গে বিয়ে: আশির দশকে বহু রিপোর্টে দাবি করা হয় যে, শ্রীদেবী আর মিঠুন কাছাকাছি এসেছিলেন। একাধিক ছবিতে জুটি বেঁধে কাজ করার ফলে ঘনিষ্ঠতাও বাড়ে। এমনকী এ-ও শোনা যায় যে, গোপনে বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু মিঠুনের সঙ্গে অভিনেত্রী যোগিতা বালির বিয়ে আগেই হয়ে গিয়েছিল। যার জেরে শ্রীদেবীর সঙ্গে সম্পর্কটা এগোয়নি। মিঠুনের থেকে আলাদা হওয়ার পরে প্রযোজক বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর ঘনিষ্ঠতা বাড়ে। এদিকে বনি কাপুরও বিবাহিত ছিলেন। তবে তিনি প্রথম স্ত্রী মোনাকে ডিভোর্স দিয়ে ১৯৯৬ সালে বিয়ে করেন শ্রীদেবীকে। দুই সন্তানের জন্ম হয় - জাহ্নবী কাপুর এবং খুশি কাপুর। তবে ২০১৮ সালে অভিনেত্রীর রহস্য-মৃত্যুতে শোকে পাথর হয়ে যান তাঁর ভক্তরা।