TRENDING:

Richest Comedian in India: ধনকুবেরদের লজ্জা দেবেন! কপিল, জনি বা রাজপাল নন, ভারতের সব চেয়ে ধনী কমেডিয়ান কে

Last Updated:
Richest Comedian in India: কৌতুকাভিনেতা হিসেবে জনপ্রিতার শিখরে পৌঁছেছেন জনি লিভার, কপিল শর্মা রাজপাল যাদবের  মতো শিল্পীরা। তবে সম্পত্তির নিরিখে এঁদের পিছনে ফেলে দিয়েছেন কন্নেগন্তি ব্রহ্মানন্দম।
advertisement
1/6
ধনকুবেরদের লজ্জা দেবেন! কপিল, জনি বা রাজপাল নন, ভারতের সব চেয়ে ধনী কমেডিয়ান কে
অভিনেতা বটেই, কমেডিয়ান বা কৌতুকাভিনেতাদের জনপ্রিয়তাও কিছু কম নয়। ধনসম্পদের নিরিখেও তাঁরা কিন্তু বিশেষ পিছিয়ে নেই।
advertisement
2/6
কৌতুকাভিনেতা হিসেবে জনপ্রিতার শিখরে পৌঁছেছেন জনি লিভার, কপিল শর্মা রাজপাল যাদবের  মতো শিল্পীরা। তবে সম্পত্তির নিরিখে এঁদের পিছনে ফেলে দিয়েছেন কন্নেগন্তি ব্রহ্মানন্দম।
advertisement
3/6
মূলত দক্ষিণী ছবিতে অভিনয় করেন ব্রহ্মানন্দম। দীর্ঘ কেরিয়ারে এক হাজার ছবিতে ৬৭ বছর বয়সি অভিনেতা। ২০০৯ সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার।
advertisement
4/6
এক রিপোর্ট অনুযায়ী, ব্রহ্মানন্দমের নেট ওয়ার্থ ৪৯০ কোটির কাছাকাছি। তাঁর মাসিক আয় ২ কোটি টাকা। সম্পত্তির নিরিখে কপিল শর্মা, ভারতী সিংও এই অভিনেতার থেকে অনেকচা পিছিয়ে।
advertisement
5/6
জানা গিয়েছে, এক-একটি ছবির জন্য এক থেকে দু'কোটি টাকা পারিশ্রমিক নেন ব্রহ্মানন্দম। বিজ্ঞাপনের জন্য নেন এক কোটি টাকা।
advertisement
6/6
Audi R8, Audi Q7, মার্সেডিজ বেঞ্জের মতো গাড়ি আছে ব্রহ্মানন্দের। এ ছাড়াও রয়েছে কোটি কোটি টাকার জমি। হায়দরাবাদে জুবিলি হিলে বিশাল একটা বাংলো আছে তাঁর।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Richest Comedian in India: ধনকুবেরদের লজ্জা দেবেন! কপিল, জনি বা রাজপাল নন, ভারতের সব চেয়ে ধনী কমেডিয়ান কে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল