TRENDING:

পড়ল নোটিস, বন্ধ হল উত্তর কলকাতার জনপ্রিয় সিনেমা হল ‘মিত্রা’

Last Updated:
advertisement
1/5
পড়ল নোটিস, বন্ধ হল উত্তর কলকাতার জনপ্রিয় সিনেমা হল ‘মিত্রা’
মেট্রো, চ্যাপলিন, এলিট, মালঞ্চ ৷ আর এবার মিত্রা ৷ হার্ট অফ দ্য সিটি থেকে শহরের দক্ষিণ, আর এবার উত্তর ৷ আভিজাত্য হার মানল ঝকঝকে আধুনিকতার কাছে ৷ বন্ধ হয়ে গেল হাতিবাগানের জনপ্রিয় প্রেক্ষাগৃহ মিত্রা ৷ থমকে গেল আরও একটি উজ্জ্বল ইতিহাস ৷
advertisement
2/5
টিকিট কাউন্টারে ছোট্ট খুপরি আজ চিরতরে বন্ধ৷ কেন থমকে গেল মিত্রা ? এবারও সেই একই কারণ, যেমনটি ছিল এলিট কিংবা মালঞ্চের ৷ সিঙ্গল স্ক্রিনের চাহিদা কমেছে ৷ মাল্টিপ্লেক্সের কাছে হার মেনেছে সিঙ্গল স্ক্রিন ৷ ঝকঝকে স্মার্টনেসের কাছে হার মেনেছে ঐতিহ্য ৷ কিছু সিনেমা হল অবশ্য টিকে থাকতে বদলে নিয়েছে নিজেদের রকমসকম৷ কিন্তু তাতে আর তরী বাঁচল কই? উল্টে খরচ বাড়ল তিনগুণ ৷ সেই খরচ সামলাতে গিয়েই ভরাডুবি ৷ আর তাই তো বন্ধের সিদ্ধান্ত ৷
advertisement
3/5
উত্তর কলকাতার এক সময়ের ডাকসাইটে প্রেক্ষাগৃহ মিত্রা ৷ ১৯৬৩ সালে তৈরি হয়েছিল মিত্রা ৷ বাংলা সিনেমার স্বর্ণযুগ দেখেছে এই প্রেক্ষাগৃহ ৷ সত্যজিৎ রায় থেকে ঋত্বিক ঘটক, তপন সিংহ থেকে মৃণাল সেন ৷ রমরমিয়ে চলেছে এদের ছবি ৷ বলিউডের ছবিও রেকর্ড করেছে এই প্রেক্ষাগৃহে ৷
advertisement
4/5
মিনার ও মিত্রা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে ৷ দুই হলের বিরোধ কম, বন্ধুত্বই বেশি ৷ এক হলের শো, আরেক হলের শো টাইম একেবারে মেপে নিয়ে ৷ এমনকী, অনেক সময়ই দুই হলে ফন্দি করে একই সিনেমা আনা হতো৷ যাতে কিনা দর্শক মিস না করে একটিও শো ! সেই বন্ধুত্বের জোর আজ নড়বড়ে ৷ মিনার হারাল মিত্রাকে ৷
advertisement
5/5
শহরের কাছে বেঁচে রইল সেই আঁকড়ে ধরার স্মৃতি ৷ আর মনে করার চেষ্টা... শেষ যেন কোন ছবিটি দেখেছি? কিংবা অপেক্ষার ল্যান্ডমার্কের নস্ট্যালজিয়া !
বাংলা খবর/ছবি/বিনোদন/
পড়ল নোটিস, বন্ধ হল উত্তর কলকাতার জনপ্রিয় সিনেমা হল ‘মিত্রা’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল