Nora Fatehi: ৫ হাজার নিয়ে পালিয়ে মুম্বই, কেরিয়ারের শুরুতে কাস্টিং ডিরেক্টরের ঘরে কান্না... আজ সেই নোরার ফ্যান করিনা-ও
- Published by:Rukmini Mazumder
Last Updated:
advertisement
1/10

খোলা পিঠ, খোলা চুল, থাই পর্যন্ত চেরা কচি-কালাপাতা রং-এর গাউনে মোহময়ী নোরা ফতেহি
advertisement
2/10
মাত্র ৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন রক্ষণশীল পরিবারের মেয়ে নোরা! কিন্তু মুম্বই এসে বুঝলেন, স্বপ্ন সত্যি করা অতটাও সহজ নয়! কেরিয়ারের প্রথম দিকে এক কাস্টিং ডিরেক্টরের অফিস থেকে কাঁদতে কাঁদতেও বেরিয়ে আসতে হয় আজকের সুপার সেনসেশন নোরা-কে।
advertisement
3/10
নোরা জানিয়েছেন, বাড়ির মেয়ে সিনেমায় কাজ করবে, ব্যাপারটা কখনও মেনেই নিতে পারেনি তাঁর পরিবার। একরকম পালিয়েই এসেছিলেন মুম্বইয়ে।
advertisement
4/10
নোরার বাবা মা আদতে মরক্কোর মানুষ। তবে তাঁরা দীর্ঘদিন কানাডায় বাস করছেন। সে দেশের কুইবেক প্রদেশে নোরার জন্ম ১৯৯২ সালের ৬ ফেব্রুয়ারি।
advertisement
5/10
নোরার মা ভারতীয় বংশোদ্ভূত। ফলে ভারতীয়-আরবি-কানাডিয়ান সংস্কৃতির মিশেলে নোরা এবং তাঁর ভাই ওমরের বড় হয়ে ওঠা।
advertisement
6/10
এখনও পর্যন্ত হিন্দি ছবিতে নোরাকে মূলত ‘স্পেশাল অ্যাপিয়ার্যান্স’-এই দেখা গিয়েছে। প্রথম ছবি ‘রোরস: টাইগার্স অব দ্য সুন্দরবনস’। মুক্তি পায় ২০১৪ সালে। বিভিন্নরকম নাচে তাঁর অবাধ যাতায়াত
advertisement
7/10
আইটেম নাম্বারের শিল্পী হিসেবে নোরা নজর কেড়েছেন বলিউডের বেশ কিছু ছবিতে। তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য হল ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেব জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’ এবং ‘বাটলা হাউজ’।
advertisement
8/10
নোরার জীবনে নাচ-ই প্রধান নেশা।
advertisement
9/10
হিন্দির পাশাপাশি নোরা সমান স্বচ্ছন্দ দক্ষিণী ছবিতেও। কাজ করেছেন তেলুগু, মালয়ালম এবং তামিল ছবিতে। তবে শুধু বড় পর্দাই নয়। ছোট পর্দা এবং মিউজিক ভিডিয়োতেও নোরা সমান জনপ্রিয়। ‘বিগ বস ৯’-সহ অন্যান্য রিয়্যালিটি শো-এ তাঁর পারফরম্যান্স নজরকাড়া।
advertisement
10/10
সলমন খানের অন্ধ ভক্ত নোরা। তাঁর টানেই তিনি প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছিলেন ‘বিগ বস’-এ।