TRENDING:

Non Bengali Actors in Bengali Mega: অবাঙালি হয়েও বাংলাতেই মাত করছেন, টিভির জনপ্রিয় তারকাদের শিকড় জানলে চমকে যাবেন!

Last Updated:
Non Bengali Actors in Bengali Mega: বাঙালি নন, বাংলা ভাষাতেও দখল কম, তাও বাংলা টেলিভিশন দাপিয়ে বেড়াচ্ছেন এই কয়েক জন তারকা। যাঁদের বাংলা শুনলে বোঝা দায় যে তাঁরা বাঙালি নন।
advertisement
1/7
অবাঙালি হয়েও বাংলাতেই মাত করছেন, টিভির জনপ্রিয় তারকাদের শিকড় জানলে চমকে যাবেন!
বাঙালি নন, বাংলা ভাষাতেও দখল কম, তাও বাংলা টেলিভিশন দাপিয়ে বেড়াচ্ছেন এই কয়েক জন তারকা। যাঁদের বাংলা শুনলে বোঝা দায় যে তাঁরা বাঙালি নন। আপনার পছন্দের, জনপ্রিয় তারকাদের মধ্যেই রয়েছে তাঁদের নাম।
advertisement
2/7
অ্যানমেরি টম: কেরলের বংশোদ্ভূত এই নায়িকা ‘গ্রামের রানী বীণাপাণি’ ধারাবাহিকে অভিনয়ের জেরে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন। কিন্তু জানেন, ব্যারাকপুরে বড় হওয়া এই অভিনেত্রী আসলে বাঙালি নন, মালয়ালী।
advertisement
3/7
ক্রুশল আহুজা: উত্তরপ্রদেশের ফয়জাবাদে জন্ম ক্রুশলের। পরিবার কলকাতায় চলে আসে কর্মসূত্রে। সেই থেকেই ক্রুশলের বাংলা শেখা। ২০১৬ সালে অভিনয়ের জন্য মুম্বইয়ে গিয়েছিলেন কিন্তু কাজ পাননি। কলকাতায় ফিরে ‘রানু পেল লটারি’, ‘কী করে বলব তোমায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তার পর যদিও হিন্দি ধারাবাহিকে কাজ পেয়েছেন ক্রুশল। ‘রিশতো কা মানঝা’-তে অভিনয় করে হিন্দি মেগায় হাতেখড়ি হয় তাঁর।
advertisement
4/7
উদয় প্রতাপ সিং: ধারাবাহিকের শুরু থেকে ‘মিঠাই’ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য উদয়প্রতাপ সিং। প্রথম দিকে বাংলা বলতে বেগ পেতে হত তাঁকে। বাংলা অক্ষর বুঝতে পারতেন না। কিন্তু ‘রাতুল’কে বিশ্বাসযোগ্য করে তুলতে অবিরাম পরিশ্রম করেছেন অভিনেতা।
advertisement
5/7
ঋষি কৌশিক: অসমিয়া অভিনেতা ঋষি কৌশিক বাংলায় দাপিয়ে অভিনয় করেছেন বহু দশক ধরে। ‘ইষ্টি কুটুম’, ‘এখানে আকাশ নীল’, ‘কোড়াপাখি’র মতো সুপারহিট ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এ ছাড়াও বহু বাংলা ছবিতে কাজ করেছেন অসমের অভিনেতা।
advertisement
6/7
নেহা আমনদীপ: ‘স্ত্রী’ ধারাবাহিকে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন নেহা। তিনি কিন্তু আসলে পঞ্জাবি পরিবারের মেয়ে। বাঙালি নন। হিন্দি ধারাবাহিক দিয়েই অভিনয়ে হাতেখড়ি হলেও বাংলায় এসেই নাম-যশ হয় নেহার। এছাড়া টেলিফিল্মেও কাজ করেছেন নায়িকা।
advertisement
7/7
শ্বেতা মিশ্র: ‘প্রেম টেম’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা দিয়েছিলেন শ্বেতা। তবে এ ছাড়া একাধিক বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। বাঙালি নন শ্বেতা, তাও কি তাঁর বাংলা শুনে সে কথা বোঝার উপায় আছে? দ্বাদশ শ্রেণি পর্যন্ত বহরমপুরে পড়াশোনা তাঁর। মা রাজস্থানের। বাবা উত্তরপ্রদেশের। তাও নিজেকে বাঙালি বলতেই বেশি পছন্দ করেন শ্বেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Non Bengali Actors in Bengali Mega: অবাঙালি হয়েও বাংলাতেই মাত করছেন, টিভির জনপ্রিয় তারকাদের শিকড় জানলে চমকে যাবেন!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল