দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য ২৮ বছর পর জামিন অযোগ্য মামলা 'মহাভারত'-এর দুর্যোধনের নামে !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
পর্দায় দুর্যোধনের চরিত্রে অভিনয় করেছিলেন পুনীত ইশ্বর।
advertisement
1/5

মহাভারত। টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক। পৌরানিক কাহিনী মহাভারত মানুষের সব থেকে পছন্দ ছিল। করোনা কালে ফের একবার এই ধারাবাহিক দেখানো শুরু হয়। আর তার পরেই সামনে আসে এক অদ্ভুত সত্যি। photo source collected
advertisement
2/5
দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতের একটি অতি প্রাচীন ও মাহাত্বময় অধ্যায়। পর্দায় দুর্যোধনের চরিত্রে অভিনয় করেছিলেন পুনীত ইশ্বর। আর দ্রৌপদী হয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। photo source collected
advertisement
3/5
সে সময় এই এপিসোড টিভিতে দেখানোর পর পুনীতের নামে কোর্টে কেস করে দেন এক ব্যক্তি। পুনীত জানিয়েছেন জামানাত অযোগ্য কেস করা হয় তাঁর বিরুদ্ধে। একদিন মধ্যরাতে শ্যুটিং শেষ করে বাড়ি ফেরার পথে পুলিশের গাড়ি এসে পাকড়াও করে পুনীতকে। photo source collected
advertisement
4/5
তখনই তাঁকে জানানো হয় তাঁর বিরুদ্ধে কেস করা হয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ করার জন্য। সে সময় 'মহাভারত'-এর প্রযোজক ও পরিচালকরা কেস সামলে নেন। photo source collected
advertisement
5/5
কিন্তু ফের ২৮ বছর পর ওই কেসের চিঠি আসে পুনীতের কাছে। তাঁকে কোর্টে হাজিরা দিতে বলা হয়। এর পর নিজে উকিল ঠিক করে মামলার নিস্পত্তি করেন পুনীত। তবে শুধু পুনীত নয় ওই দিন যে যে চরিত্র উপস্থিত ছিলেন সকলের নামেই কেস করা হয়। photo source collected