NMACC || Tom Holland: ভারতে এলেন 'স্পাইডারম্যান'! NMACC অনুষ্ঠানে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন টম হল্যান্ড
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
আম্বানি পরিবারের আমন্ত্রণে ভারতে এলেন 'স্পাইডারম্যান' ওরফে টম হল্যান্ড। সঙ্গে এসেছেন তাঁর প্রেমিকা হলি অভিনেত্রী জেন্ডায়া। মূলত NMACC অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাঁরা।
advertisement
1/9

৩১ মার্চ ২০২৩ মুম্বইয়ে অনুষ্ঠিত হয় নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান। আম্বানি পরিবারের পাশাপাশি উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নানা অতিথি।
advertisement
2/9
আম্বানি পরিবারের আমন্ত্রণে ভারতে এলেন 'স্পাইডারম্যান' ওরফে টম হল্যান্ড। সঙ্গে এসেছেন তাঁর প্রেমিকা হলি অভিনেত্রী জেন্ডায়া। মূলত NMACC অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাঁরা। অনুষ্ঠানের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই উচ্ছ্বাসিত হয়ে যায় ভক্তরা।
advertisement
3/9
অনুষ্ঠানের দ্বিতীয় দিন তাঁকে দেখা যায় NMACC-এর রেড কার্পেটে। তিনি সাদা শার্টের সঙ্গে কালো স্যুট পরেছিলেন।
advertisement
4/9
রবিবার অনুষ্ঠানের সব ছবি তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করে নেন। ক্যাপশনে আম্বানি পরিবারকে ধন্যবাদ জানিয়ে লেখেন " nmacc-এর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আম্বানি পরিবারকে অসংখ্য ধন্যবাদ। সত্যিই এটা একটা দুর্দান্ত অভিজ্ঞতা যা আমি কখনও ভুলব না।"
advertisement
5/9
ছাড়াও তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন।
advertisement
6/9
মুকেশ আম্বানিকে তাঁর শুভেচ্ছা জানানোর মুহূর্ত ফ্রেমবন্দি হয়। সেই ছবিও তিনি শেয়ার করে নেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে।
advertisement
7/9
অন্যদিকে নীল সিকুইনের শাড়িতে ফ্রেমবন্দি হন অভিনেত্রী জেন্ডায়া।
advertisement
8/9
শাহরুখ খান, সলমন খান, নীতা আম্বানির সঙ্গে একই ফ্রেমে ধরা পড়লেন টম ও জেন্ডায়া।
advertisement
9/9
টম ও জেন্ডায়া ভারতে আসায় স্বভাবতই খুশি তাঁদের ভক্তরা।