Nikki tamboli : জটিল উপসর্গ নিয়ে করোনায় কাবু নিক্কি! দ্রুত সকলকে সাবধান হতে বলছেন অভিনেত্রী
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nikki Tamboli: নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা।
advertisement
1/6

ফের চিন্তায় ফেলেছে করোনা সংক্রমণ। প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী নিক্কি তাম্বোলি। নিজেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা।
advertisement
2/6
অনেকেই করোনা আক্রান্ত হলেও উপসর্গ তেমন আর গুরুতর হচ্ছে না। কিন্তু নিক্কির বেশ ভালই উপসর্গ আছে বলে জানিয়েছেন। করোনা কাবু করেছেন অভিনেত্রীকে।
advertisement
3/6
সোশ্যাল মিডিয়ায় নিক্কি তাম্বোলি লিখেছেন, "আমি করোনা পজিটিভ। সঙ্গে বেশ ভাল উপসর্গও আছে। রিপোর্ট পাওয়ার পর থেকেই আমি নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি এবং সমস্ত সাবধানতা বজায় রাখছি।"
advertisement
4/6
নিক্কি আরও লিখছেন, "অনুরোধ করছি, যাঁরা বিগত দিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁরা নিজেদের টেস্ট করিয়ে নিন শীঘ্র। দয়া করে মাস্ক পরুন ও কোভিড মেনে চলুন।"
advertisement
5/6
বিগবস থেকে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন নিক্কি। বিগবস সিজন ১৪-তে সেকেন্ড রানার আপ হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অসংখ্য অনুরাগী।
advertisement
6/6
এর পরে রোহিত শেট্টির খতরো কে খিলাড়ি ১৪-তেও অংশ নিয়েছেন তিনি। তামিল ও তেলুগু ছবিতেও কাজ করেছেন নিক্কি।