TRENDING:

Nick Jonas-Priyanka Chopra: জুলাই মাস যেন..., নিক-প্রিয়াঙ্কার একান্ত অবসরের ঝলক প্রকাশ্যে! মালতির নয়া অবতার, দেখুন ছবি

Last Updated:
Nick Jonas-Priyanka Chopra: নিক-প্রিয়াঙ্কার সংসারের বিভিন্ন মুহূর্ত বারবার প্রকাশ পায় তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এবারে এই ফোটোডাম্পিং দেখে আরও স্পষ্ট হল হলিউড জুটির বন্ধন এখনও কতটা সুন্দর।
advertisement
1/10
জুলাই মাস যেন..., নিক-প্রিয়াঙ্কার একান্ত অবসরের ঝলক প্রকাশ্যে! মালতির নয়া অবতার
তারকা পরিবার। তায় আবার আন্তর্জাতিক। ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাই গোটা জুলাই মাসের ধারাবিবরণী দিয়ে দিলেন নিক জোনাস।
advertisement
2/10
গায়কের জুলাই মাস আদপেই স্ত্রী-কন্যার জন্য বরাদ্দ ছিল। তেমনই টের পাওয়া গেল নিকের ইনস্টাগ্রামে।
advertisement
3/10
়প্রিয়াঙ্কা চোপড়া আর কন্যা মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে অবসরের মোট ১০টি ছবি পোস্ট করেছেন আমেরিকান সঙ্গীতশিল্পী।
advertisement
4/10
কোথাও দেখা যাচ্ছে, ক্রুজে বাবা-মেয়ের সুন্দর মুহূর্তের ছবি। কন্যাকে জলে পা ভিজানো শেখাচ্ছেন বাবা। একরত্তির মুখ অবশ্য টুপি দিয়ে ঢাকা।
advertisement
5/10
কোথাও দেখা যায়, প্রিয়াঙ্কাকে কোলে নিয়ে বসে আছেন নিক। প্রিয়াঙ্কার পরনে স্যুইমস্যুট। কোথাও আবার তাঁর একার ছবি।
advertisement
6/10
সমুদ্রসৈকতে তিন জনের খেলার মুহূর্ত ফুটে উঠেছে ইনস্টাগ্রামে। ছবি দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা। সেখানে প্রকাশ্যে এল মালতির মুখ।
advertisement
7/10
ইনস্টাগ্রামে ছবিগুলি দিয়ে নিক লিখেছেন, ‘জুলাই যেন একটি চলচ্চিত্র ছিল।’ মাসজুড়ে বিভিন্ন মুহূর্তের কোলাজ।
advertisement
8/10
এই জুলাই মাসের ১৮ তারিখ আবার প্রিয়াঙ্কা ৪১ বছরে পা দিয়েছেন। স্ত্রী জন্মদিনের ঝলকও প্রকাশ করতে পিছপা হলেন না নিক।
advertisement
9/10
নিক-প্রিয়াঙ্কার সংসারের বিভিন্ন মুহূর্ত বারবার প্রকাশ পায় তাঁদের সোশ্যাল মিডিয়ায়। এবারে এই ফোটোডাম্পিং দেখে আরও স্পষ্ট হল হলিউড জুটির বন্ধন এখনও কতটা সুন্দর।
advertisement
10/10
২০১৮ সালে বিয়ে হয় নিক, প্রিয়াঙ্কার। সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান, মালতির জন্ম হয় ২০২২। সারোগেসি করেছিলেন বলে প্রিয়াঙ্কাকে নানা কটূক্তি শুনতে হয় যদিও।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nick Jonas-Priyanka Chopra: জুলাই মাস যেন..., নিক-প্রিয়াঙ্কার একান্ত অবসরের ঝলক প্রকাশ্যে! মালতির নয়া অবতার, দেখুন ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল