বাবা-মাকে সঙ্গে নিয়ে মুম্বই এলেন নিক জোনাস, প্রিয়াঙ্কার সঙ্গে এনগেজমেন্ট শনিবার!
Last Updated:
advertisement
1/8

আগামী ১৮ আগস্ট প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে একটি হাই প্রোফাইল পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতেই প্রিয়াঙ্কার সঙ্গে নিকের বাগদানের ঘোষণা করা হতে পারে বলে খবর। (Image: Viral Bhayani)
advertisement
2/8
সেই কারণেই নাকি গতকাল বৃহস্পতিবার রাতে, ভারতে এসে পৌঁছলেন নিক জোনাসের মা ও বাবা ৷ (Image: Viral Bhayani)
advertisement
3/8
সেই কারণেই নাকি গতকাল বৃহস্পতিবার রাতে, ভারতে এসে পৌঁছলেন নিক জোনাসের মা ও বাবা ৷ (Image: Viral Bhayani)
advertisement
4/8
শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে দেখা করাতেই তাঁর পরিবারকে এ দেশে নিয়ে এসেছেন নিক ৷ (Image: Viral Bhayani)
advertisement
5/8
বিমানবন্দরে যখন নিক জোনাসের বাবা এসে পৌঁছন , তখন তাঁর হাতে লন্ডনের একটি নামী অলঙ্কার বিপণী ‘টিফানি এন্ড কোম্পানি’র ব্যাগ দেখা গিয়েছে ৷ যার থেকে ধারণা যে, নিক তাঁর বাগদত্তা প্রিয়াঙ্কার জন্য সেখান থেকে এনগেজমেন্ট রিং কিনেছেন ৷ (Image: Viral Bhayani)
advertisement
6/8
প্রিয়াঙ্কার মা মধু চোপড়া, ভাই সিদ্ধার্থের পাশাপাশি গোটা চোপড়া পরিবারের সঙ্গেই আলাপ করিয়ে দেবেন নিক ৷ এমনটাই খবর ৷ (Image: Viral Bhayani)
advertisement
7/8
শুধু তাই নয়, ভারতীয় রীতিনীতি মেনেই নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া গাঁটছড়া বাঁধতে পারেন। (Image: Viral Bhayani)
advertisement
8/8
ভারতীয় রীতিনীতি মেনেই বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠদের পক্ষ থেকে। (Image: Viral Bhayani)