Nia Sharma : মাত্র একটি দড়িতে বাঁধা ব্রালেট! সাগরের মাঝে লাস্যের ঝড় তুললেন নিয়া
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Nia Sharma :গোয়ায় মা ঊষা শর্মার জন্মদিন পালন করতে গিয়েছিলেন নিয়া। সেখানেই এই হট অবতারে ধরা দেন তিনি।
advertisement
1/8

সোশ্যাল মিডিয়া সেনসেশনদের মধ্য়ে উঠে আসে অভিনেত্রী তথা মডেল নিয়া শর্মার (Nia Sharma) নাম। এবার কালো ব্রালেটের সঙ্গে কালো স্কার্ট পরে ধরা দিলেন টেলি অভিনেত্রী।
advertisement
2/8
গোয়ায় মা ঊষা শর্মার জন্মদিন পালন করতে গিয়েছিলেন নিয়া। সেখানেই এই হট অবতারে ধরা দেন তিনি।
advertisement
3/8
একটি দড়িতে বাঁধা ব্রালেট। সঙ্গে কালো স্কার্ট। নিয়ার আওয়ারগ্লাস ফিগার স্পষ্ট।
advertisement
4/8
বাতাসের আলিঙ্গন। কালো পোশাকে লাস্যে ভরা অভিনেত্রী। ছবি মুহূর্তে ভাইরাল।
advertisement
5/8
নিয়ার (Nia Sharma) মা ঊষা শর্মা। সমুদ্রের মাঝে জন্মদিন পালন মেয়ের সঙ্গে।
advertisement
6/8
মা মেয়ের কোয়ালিটি টাইম। গোয়ায় ছুটি কাটাচ্ছেন নিয়া শর্মা।
advertisement
7/8
জন্মদিনে মাকে নিয়ে গোয়ায় ঘুরে এলেন নিয়া। সময় পেলেই সমুদ্র সৈকতে ঘুরে আসেন।
advertisement
8/8
কালার্সের জনপ্রিয় ধারাবাহিক নাগিন রূপেও দেখা গিয়েছিল নিয়া শর্মাকে।