TRENDING:

সারেগামাপা -র মঞ্চ মাতানো চন্দ্রিকা এবার শ্রীজাতর কথায় জয় সরকারের সুরে গাইলেন ' ভাইফোঁটার গান'

Last Updated:
গানটি গেয়েছেন 'সারেগামাপা'-র ফাইনালিস্ট চন্দ্রিকা ভট্টাচার্য।
advertisement
1/5
চন্দ্রিকা এবার শ্রীজাতর কথায় জয় সরকারের সুরে গাইলেন ' ভাইফোঁটার গান'
#কলকাতা : বিভিন্ন উৎসব নিয়ে নানা ধরনের গান তৈরি হয়। বাঙালির বারো মাসের ১৩ পার্বনে গান বরাবরই বিশেষ ভূমিকা পালন করে থাকে। পুজোতে নতুন নতুন গানের অ্যালবাম তৈরির পরম্পরা রয়েছে। তবে এবার সবাইকে একটু চমকে দিয়ে ভাইফোঁটার গানের অ্যালবাম রিলিজ করলেন গায়িকা চন্দ্রিকা ভট্টাচার্য।
advertisement
2/5
ভাইফোঁটা বাঙালির জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। আর এই দিনে যদি ভাই-বোনদের জন্য তৈরি হয় বিশেষ কোনো গান তাহলে তো শোনায় সোহাগা।
advertisement
3/5
 ভাইফোঁটায় এবার নতুন "ভাইফোঁটার গান" নিয়ে এল ভারতের প্রথম ক্যারাওকে অ্যাপ স্টারমঞ্চ। গানটি গেয়েছেন 'সারেগামাপা'-র ফাইনালিস্ট চন্দ্রিকা ভট্টাচার্য। লিখেছেন শ্রীজাত ও সুর দিয়েছেন জয় সরকার।
advertisement
4/5
 স্টারমঞ্চের "বারো মাসে তেরো পার্বন"-এর আরও একটি সংযোজন এই ভাইফোঁটার গান। যেখানে বোন তার ভাইয়ের দীর্ঘায়ু এবং চির সুখের কামনা করে। এর আগে বেশ কিছু হিট গান রিলিজ করেছে স্টারমঞ্চ।
advertisement
5/5
যাদের মধ্যে উল্লেখযোগ্য হল - পয়লা সবার থাক (পয়লা বৈশাখ), সন্ধেপাখি (রবীন্দ্র জয়ন্তী), ষষ্ঠী মেড ইন হেভেন (জামাই ষষ্ঠী), নয়নপথগামী (রথযাত্রা), এলো কি (ঝুলন যাত্রা) এবং বিশ্বকর্মা জয় (বিশ্বকর্মা পুজো)। স্টারমঞ্চের সিইও রণদীপ ভট্টাচার্য জানান, “আমাদের এই ভাইফোঁটার গান আশাকরি সবার ভালো লাগবে। এই গানে প্রতিটি ভাই-বোনের সম্পর্কে নিয়ে এসেছে এক অনাবিল আনন্দ, স্নেহ এবং উষ্ণতা।“
বাংলা খবর/ছবি/বিনোদন/
সারেগামাপা -র মঞ্চ মাতানো চন্দ্রিকা এবার শ্রীজাতর কথায় জয় সরকারের সুরে গাইলেন ' ভাইফোঁটার গান'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল