শ্রাবণী সেনের গানে এ এক অন্য পুজো! মুক্তি পেল 'দুর্গা দুর্গতি'র ট্রেলার
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সুদীপ মুখোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, লাড্ডু (শিশুশিল্পী), দেবলীনা ঘোষ, স্বাগতা বসু, দেবজয় মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, মিঠু চট্টোপাধ্যায়, সন্দীপ দে, সুব্রত গুহ রায় প্রমুখ ৷
advertisement
1/5

পরিচালক রূপম পাল বানিয়েছেন স্বল্প দৈর্ঘ্যের ছবি 'দুর্গা দুর্গতি'। সম্প্রতি লঞ্চ হয়েছে ছবির ট্রেলার।
advertisement
2/5
গল্পের দিকে তাকালে দেখা যায়, লেখিকা অপরাজিতা রায়ের লেখালেখি এখন আর সেভাবে হয়ে ওঠে না। রবিদা, ছোটকা অনেকটা ব্যবসার কাজ সামলালেও যাবতীয় প্রুফ চেকিং, ম্যাগাজিন, গল্পের বই এবং পুজোসংখ্যার প্রচ্ছদ অপাকেই তৈরি করতে হয়। আর পুজো আসলেই বিভিন্ন ক্লাবকর্তৃপক্ষের ভিড় উপচে পড়ে বাগবাজারের এই রায়বাড়ির একতালায়।
advertisement
3/5
গত বছর এইরকমই একটা দুর্গা পুজোয় মজা করতে করতে আনন্দ করতে করতে সোনার ঠাকুর দেখার লাইনে দাঁড়িয়েছিল অপরাজিতা, ওঁর স্বামী রঞ্জন এবং ওঁদের একমাত্র সন্তান বছর পাঁচেকের রিকু। বিড়ির মণ্ডপ সোনার প্রতিমা দেখতে গিয়ে আকস্মিক ভাবেই বদলে যায় অপরাজিতার জীবন। পুজো শুধু আনন্দই আনে না... এর পরেই গল্প নেয় নতুন মোড়।
advertisement
4/5
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- সুদীপ মুখোপাধ্যায়, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, লাড্ডু (শিশুশিল্পী), দেবলীনা ঘোষ, স্বাগতা বসু, দেবজয় মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়, মিঠু চট্টোপাধ্যায়, সন্দীপ দে, সুব্রত গুহ রায় প্রমুখ।
advertisement
5/5
ছবিতে বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন শ্রাবণী সেন । সঙ্গীত পরিচালনায় কুমার গৌরব চক্রবর্তী । ছবির পরিচালনা ও প্রযোজনা দুইই রূপম পালের। ছবির সম্পাদক অর্ঘ্যকমল মিত্র। সৃজনশীল পরিচালক পৌষমিতা গোস্বামী। ক্যামেরা সামলেছেন উজ্জ্বল মল্লিক। ছবির গল্প রূপম পালের। চিত্রনাট্য লিখেছেন রাজীব দাস, শিল্প নির্দেশনায় অতনু সাহা। কলকাতার বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এ দেখা যাবে ছবিটি।