TRENDING:

Badal Shesher Pakhi: নতুন প্রেমের গল্প নিয়ে লীনা, প্রথমবার সানের সঙ্গে গাঁটছড়া, আসছে ‘বাদল শেষের পাখি’

Last Updated:
Badal Shesher Pakhi: শ্রেষ্ঠা প্রামাণিক এবং সুস্মিত মুখোপাধ্যয়কে বেছে নেওয়া হয়েছে এই ধারাবাহিকের জন্য। নতুন চ্যানেল, নতুন গল্প। পাখি আর মোহিতের প্রেমের গল্প মুগ্ধ করবে দর্শকদের।
advertisement
1/7
নতুন প্রেমের গল্প নিয়ে লীনা, প্রথমবার সানের সঙ্গে গাঁটছড়া, আসছে বাদল শেষের পাখি
নতুন ধারাবাহিক নিয়ে আসছেন লীনা গঙ্গোপাধ্যায়। তবে এবার সান বাংলায়। শ্রেষ্ঠা প্রামাণিক এবং সুস্মিত মুখোপাধ্যয়কে বেছে নেওয়া হয়েছে এই ধারাবাহিকের জন্য। নতুন চ্যানেল, নতুন গল্প। পাখি আর মোহিতের প্রেমের গল্প মুগ্ধ করবে দর্শকদের।
advertisement
2/7
সাধারণ ঘরের মেয়ে পাখি। বাইসাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বাবা-মায়ের দুঃখ ঘোচাবে বলে তার স্বপ্ন। মোহিত বাইসাইকেল সংস্থার মালিকের ছেলে। গ্রামে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় সে এসেছে তদারকি করতে।
advertisement
3/7
সেখানেই পাখিকে ভাল লেগে যায় মোহিতের। তার সাহায্যে পাখির পরিবার রক্ষা পায় বিপদের থেকেও। এদিকে বিভিন্ন ঘটনাবলিতে জানা যায়, পাখি অন্তঃসত্ত্বা।
advertisement
4/7
মোহিত সিদ্ধান্ত নেয়, সে পাখিকে বিয়ে করে তার সন্তানকে নাম দেবে। কিন্তু এ তো পাখির একার লড়াই। যে লড়াইতে পাখি আর কারও সাহায্য চায় না। কিন্তু ঘটনা কোনদিকে মোড় নেবে?
advertisement
5/7
সে কি সিঙ্গল মাদার হিসেবে সমাজে জায়গা পাবে? মোহিতের সাহায্য নিতে রাজি হবে? মোহিতের সঙ্গে কি তার সম্পর্ক তৈরি হবে? উত্তরের জন্য দেখতে হবে ‘বাদল শেষের পাখি’।
advertisement
6/7
আগামী ১৩ নভেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সান বাংলায় নতুন ধারাবাহিক। লীনার প্রযোজনা সংস্থার সঙ্গে এই প্রথম গাঁটছড়া বাঁধল সান বাংলা চ্যানেল।
advertisement
7/7
শ্রেষ্ঠা আর সুস্মিত এই মেগায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন। সঙ্গে খলনায়িকা হিসেবে দেখা যাবে রশনি তন্বি ভট্টাচার্যকেও। এছাড়াও রয়েছেন দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো তাবড় শিল্পীরা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Badal Shesher Pakhi: নতুন প্রেমের গল্প নিয়ে লীনা, প্রথমবার সানের সঙ্গে গাঁটছড়া, আসছে ‘বাদল শেষের পাখি’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল