Bengali New Serial: অবশেষে অপেক্ষার অবসান! বিয়ে হতে না হতেই সুখবর দিলেন ‘উচ্ছেবাবু’! তবে কি...
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Bengali New Serial: বিয়ের চার মাস কাটতে না কাটতেই পর্দায় ফিরছেন আদৃত রায়। আদৃত রায়, বড়পর্দা থেকে ছোটপর্দা, সর্বত্র কাজ করেছেন তিনি। তবে, তাঁর কেরিয়ারে বড় সাফল্য এনেছিল ‘মিঠাই’ ধারাবাহিক।
advertisement
1/5

টলিপাড়ার নবদম্পতি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে৷ ৯ মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টলি কাপল৷
advertisement
2/5
বিয়ের চার মাস কাটতে না কাটতেই পর্দায় ফিরছেন আদৃত রায়। আদৃত রায়, বড়পর্দা থেকে ছোটপর্দা, সর্বত্র কাজ করেছেন তিনি। তবে, তাঁর কেরিয়ারে বড় সাফল্য এনেছিল ‘মিঠাই’ ধারাবাহিক।
advertisement
3/5
সিদ্ধার্থ মোদক অর্থাৎ মিঠাই রানির উচ্ছেবাবুকে ফের দেখা যাবে ছোটপর্দায়? ‘মিঠাই’ ধারাবাহিকের দুই কাস্ট সৌমিতৃষা কুণ্ডু আর আদৃত ভীষণ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে কি একসঙ্গে ফিরছেন তাঁরা? নাকি জুটি বাঁধবেন কোশাম্বির সঙ্গে? প্রশ্ন অনেক।
advertisement
4/5
সূত্রের খবর, ‘জি বাংলা’র সঙ্গেই আরও একবার চুক্তি বদ্ধ হতে পারেন নায়ক। যদিও এই সম্পর্কে কোনও কিছু ঘোষণা করা হয়নি চ্যানেল বা অভিনেতার পক্ষ থেকে।
advertisement
5/5
তবে, যদিও বিপরীতে কে থাকছেন, কোন ঘরানার ধারাবাহিক, সেই নিয়ে থাকছে প্রশ্ন। আদৃতকে ফের সিরিয়ালে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর অনুরাগীরা।