New Bengali Movie: এবার বইয়ের পাতার চরিত্ররা এল সেলুলয়েডে, নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি নন্টে -ফন্টে এবার সিনেমায়
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Manash Basak
Last Updated:
New Bengali Movie: নারায়ণ দেবনাথের অমর সৃষ্টি নন্টে ফন্টে এবার সেলুলয়েডে। নারায়ণ দেবনাথ নেই তবে মুক্তি পেতে চলেছে নন্টে ফন্টেকে নিয়ে প্রথম বাংলা ছবি 'নন্টে ফন্টে'৷
advertisement
1/6

কলকাতা: নারায়ণ দেবনাথ চলে গেছেন কিন্তু তার অমর সৃষ্টি নন্টে ফন্টে চিরকাল মানুষের মনে রয়ে গেছে, আর তা রয়েও যাবে। সেই নন্টে ফন্টে এবার ফুটে উঠতে চলেছে পর্দায়। স্বর্গীয় নারায়ণ দেবনাথ এর অনুমোদিত 'নন্টে - ফন্টে' নিয়ে তৈরি হয়েছে প্রথম ফিচার ফিল্ম। এবার সিনেমা হলে আসতে চলেছে নতুন এই বাংলা সিনেমা৷
advertisement
2/6
হিরাগঞ্জ আর মতিগঞ্জ কেঁপে ওঠে - নন্টে ফন্টের তাণ্ডবে৷ ১২ বছরের দুই পুঁচকের জ্বালায় জেরবার সবাই। তাঁদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ‘হাতী স্যারের’ হোস্টেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাঁদের পরিবার। অগত্যা দুই পুঁচকে এসে ওঠে হোস্টেলে। ঠাঁই হয় একই ঘরে।শুরু হয় দুজনের লড়াই। কে বড়ো? নন্টে যেমন ফন্টেকে জব্দ করতে চায় , তেমনি ফন্টেও বুদ্ধি আঁটে কীভাবে নন্টেকে ঘায়েল করবে। এসব করতে গিয়েই তারা ধরে ফেলে চোর - কাঁকড়াকে। কাঁকড়া, ড্রাগনের পরিবারের এক অন্যতম সদস্য।
advertisement
3/6
ড্রাগনের অনেক স্বপ্ন। তার হাত দিয়েই তো তৈরি হয়েছে কত নামকরা চোর, জালিয়াত। উঃ, ভাবা যায়...... চোর ডাকাতে চারপাশ ভরিয়ে দিতে পারলে তাকে আর পায় কে? অন্য দিকে চোর ধরে ‘হাতী স্যারের’ বাহবা কুড়োয় নন্টে - ফন্টে। জ্বলে ওঠে কেল্টুদা। কেল্টুদা নন্টে ফন্টের থেকে বেশ কয়েক বছরের বড়ো। সে হোস্টেলের মনিটার। সবাই কেল্টুদাকে সমীহ করে চলে। কেল্টুদা নন্টে - ফন্টের খাবার ঝেড়ে খায়। মিথ্যে কথা বলে তাঁদের হাতী স্যারের কাছে মার খাওয়ায়। পদে পদে নাস্তানাবুদ করতে থাকে কেল্টুদা। বারে বারেই নন্টে - ফন্টেকে জব্দ করতে গিয়ে নিজেই ফেঁসে যায় কেল্টুদা। কেল্টুদার মুখে শুধু বড় বড় কথা - সে তান্ত্রিক হবে, সে নাকি ক্যারাটে মাস্টার...... বাঘও নাকি তাকে ভয় পায় - এইসব গুলগল্পে মাস্টারপিস এই কেল্টুদা।
advertisement
4/6
একসময় হাতী স্যারের ভাগ্নি ফোন করে জানায় সুন্দরবনে তাদের বাড়ির পাশে নাকি বাঘ ঢুকেছে। ব্যাস..... ‘হাতী স্যার’ তাঁদের নিয়ে সুন্দরবনের বাঘ মারতে আসে। ফেরার পথে তাঁদের বাসটা আবার হাইজ্যাক করে দুই ক্রিমিনাল। ক্রিমিনাল দুজন আবার সব শুধু ভুলে যায়। সেই ভুলে যাওয়ার রোগের বশেই বাস সমেত গোটা টিম এসে পরে ড্রাগনের খপ্পরে।
advertisement
5/6
ড্রাগনের আনন্দ তো আর ধরে না। বাসে কতজন...... এদের সবাইকে যদি সে চোর ডাকাত বানাতে পারে, তাহলে তো কেল্লাফতে। শুরু হয় চুরি বিদ্যার ট্রেনিং। ...... কিন্ত এ তো সর্বনাশে কাণ্ড। সবাই যদি চোর ডাকাত হয় - তাহলে গোটা দেশে নেমে আসবে সাড়ে সর্বনাশ। না না - যেভাবে হোক - ড্রাগনের হাত থেকে উদ্ধার করতেই হবে সকলকে। আসরে নামে নন্টে ফন্টে। ধরা পড়বে কি ড্রাগন? জানতে হলে দেখতে হবে কমিকস নিয়ে তৈরি প্রথম বাংলা ছবি নারায়ণ দেবনাথের অন্যবদ্য সৃষ্টি - 'নন্টে ফন্টে'।
advertisement
6/6
ছবিতে অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় , অম্লান মজুমদার, শুভাশিস মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, লামা, কাঞ্চনা, বিশ্বজিৎ চক্রবর্তী, পার্থসারথি দেব, সোহম বসু রায়চৌধুরী সহ অনেকে। Input- Manash Basak