ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠান, থাকছেন ডোনা-রাঘব-ইমন সহ আরও অনেকে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২৩ জানুয়ারি এবছর সরস্বতী পুজো। সকাল থেকেই পুজোর ব্যাস্ততা সেড়ে বিকেল ৪টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনা। দেশ মাতৃকার আরাধনা, এ দেশের এক ব্যাতিক্রমী বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।
advertisement
1/5

ভিক্টোরিয়ায় পরাক্রম দিবসের অনুষ্ঠান আগামী ২৩ জানুয়ারি, বিকেল ৪টে থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের এই উদ্যোগ নিয়েছেন ভারতের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। জয় হিন্দ - দ্যা কল অফ এ রিভলিউশনারি।
advertisement
2/5
অনুষ্ঠানের আকর্ষণ সঙ্গীত, নৃত্যের মাধ্যমে দেশ মাতৃকার এই বীর সন্তানকে, তাঁর জীবন, তাঁর দর্শন, চিন্তনকে স্মরণ ও উদযাপন করা।
advertisement
3/5
নৃত্য পরিকল্পনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় সঙ্গে থাকছেন রঘুনাথ দাস ও দীক্ষা মন্জরীর ছাত্র -ছাত্রীরা৷ গানে রাঘব চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও তাঁর মিউজিক অ্যাকাডেমি ছাত্র -ছাত্রীরা, আরশাদ আলি খান, দূর্ণিবার সাহা, আরফিন রানা, আরাত্রিকা সিনহা, সঙ্গীত পরিচালনায় নীলাঞ্জন ঘোষ। চলছে জোড় কদমে মহড়া।
advertisement
4/5
এই দিনেই এবছর সরস্বতী পুজো। সকাল থেকেই পুজোর ব্যাস্ততা সেড়ে বিকেল ৪টেয় ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ের মূল সিঁড়ি জুড়ে হবে এক অন্য আরাধনা। দেশ মাতৃকার আরাধনা, এ দেশের এক ব্যাতিক্রমী বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন।
advertisement
5/5
এই আয়োজনে অংশগ্রহণ করতে পারার আনন্দ ভাগ করে নিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী জানান , "এ নিবেদন আমাদের গর্বের। মাতৃভূমির বন্দনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের অংশ হতে পেরে ভালো লাগছে।"।