TRENDING:

Neena Gupta-Viv Richards: কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হয়েছিলেন গর্ভবতী! সেই সন্তানের বিয়েতেই এক ফ্রেমে ধরা দিলেন দু’জনে

Last Updated:
Neena Gupta Vivian Richards Live-in: আর যে ছবিটি সবথেকে বেশি নজর কেড়েছে, সেটা হল মাসাবা এবং সত্যদীপের পারিবারিক সুন্দর একটি মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, বর-কনে অর্থাৎ মাসাবা-সত্যদীপকে। এর পাশাপাশি ছবিতে রয়েছেন বরের মা আর বোন। রয়েছেন মাসাবার বাবা-মা ভিভিয়ান রিচার্ডস আর নীনা গুপ্তাও। আর রয়েছেন নীনা গুপ্তার বর্তমান স্বামী বিবেক মেহরাও।
advertisement
1/6
কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হয়েছিলেন গর্ভবতী! নীনা-ভিভের কাহিনি
সম্প্রতি দ্বিতীয় বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছেন ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্ত। গাঁটছড়া বেঁধেছেন অভিনেতা সত্যদীপ মিশ্রর সঙ্গে। সেই বিয়ের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর যে ছবিটি সবথেকে বেশি নজর কেড়েছে, সেটা হল মাসাবা এবং সত্যদীপের পারিবারিক সুন্দর একটি মুহূর্ত। যেখানে দেখা যাচ্ছে, বর-কনে অর্থাৎ মাসাবা-সত্যদীপকে। এর পাশাপাশি ছবিতে রয়েছেন বরের মা আর বোন। রয়েছেন মাসাবার বাবা-মা ভিভিয়ান রিচার্ডস আর নীনা গুপ্তাও। আর রয়েছেন নীনা গুপ্তার বর্তমান স্বামী বিবেক মেহরাও।
advertisement
2/6
নির্ভেজাল সুন্দর একটি পারিবারিক মুহূর্ত। মাসাবার মায়ের পরিচয় আলাদা করে দেওয়ার অপেক্ষা রাখে না। কারণ অভিনয় দক্ষতার জোরে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী নীনা গুপ্তা। দুর্দান্ত অভিনয় জীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও সংবাদমাধ্যমে চর্চার বিষয়। আর সে সব নিয়ে রাখঢাক নেই, বরং খোলামেলা কথা বলতেই পছন্দ করেন নীনা। এক সময় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় হয়েছে সংবাদমাধ্যম। কারণ তিনি সম্পর্কে জড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা স্যর ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে। সেই কথাই নিজের আত্মজীবনী ‘সচ কহুঁ তো’-য় তুলে ধরেছিলেন খোদ অভিনেত্রী।
advertisement
3/6
নীনা জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট পাগল ছিলেন। আর ক্রিকেটের প্রতি এতটাই ভাল-লাগা ছিল যে, তিনি সব সময়ই নিজের কানে ট্রানজিস্টর লাগিয়ে তার উপর স্কার্ফ জড়িয়ে রাখতেন। নীনার কথায়, তখন ‘বাঁটওয়ারা’ ছবির শ্যুটিং চলছিল। সেই সময়ই এক দিন জয়পুরের মহারানির একটি পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পান তিনি। সেখানে আমন্ত্রিত ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলও। ফলে ওই দলের তৎকালীন অধিনায়ক ভিভিয়ান রিচার্ডস তাঁর দলের সতীর্থদের নিয়ে পার্টিতে পৌঁছন। সেখানেই প্রথম চার চোখের মিলন ঘটে। আলাপ, বন্ধুত্ব এবং তার পরে প্রেম...
advertisement
4/6
যদিও ৬৩ বছর বয়সী অভিনেত্রী এ-ও স্বীকার করেছেন যে, সামনাসামনি দেখা হওয়ার আগেই ভিভিয়ানে মুগ্ধ ছিলেন তিনি। এই প্রসঙ্গে জানিয়েছিলেন নীনা যে, ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছিল। ভারতের জেতার সম্ভাবনা প্রবল থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা ঘুরিয়ে দেয়। এই সময় মাঠে চলছিল ওই দলের খেলোয়াড়দের আনন্দ-উৎসব। আর তখনই নীনার নজর পড়ে ভিভিয়ানের উপর। নীনা বুঝতে পারেন, ভিভিয়ানের চোখ ভিজে গিয়েছে। কারণ তিনি ভেবেছিলেন, হয়তো ম্যাচটা হেরেও যেতে পারেন।
advertisement
5/6
ভিভিয়ানের অনুভূতিই বিশেষ ভাবে নজর কেড়েছিল নীনার। এর পরেই তাঁদের সেই প্রথম আলাপ হয় জয়পুরে। কিন্তু তখনও নীনা তাঁর প্রেমের কথা বুঝতে পারেননি। ভারত সফরের ৩-৪ সপ্তাহ পরে অ্যান্টিগায় ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সেই সময়ই মনের অনুভূতির কথা বুঝতে পারেন নীনা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ভুলে যান অভিনেত্রী। তবে কথায় আছে না, সব কিছু আগেই থেকেই ঠিক করা থাকে। সেটাই প্রমাণ হয়ে গিয়েছিল। এক বার দিল্লি বিমানবন্দরে উড়ানের জন্য অপেক্ষা করছিলেন নীনা। আর ঠিক সেই সময় লাউঞ্জে আসছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আর এটা দেখার মাত্রই অভিনেত্রীর মন যেন নেচে ওঠে। কারণ সেখানে তখন ভিভিয়ানও ছিলেন। ব্যস আর কী। শুরু হয়ে যায় ভিভিয়ান-নীনার প্রেমের পর্ব।
advertisement
6/6
এর পর তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে, ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নীনা। যেহেতু বিয়ে ছাড়াই অভিনেত্রী গর্ভবতী হয়েছেন, ফলে সেই সময় সমাজে তাঁকে অনেক কিছুই শুনতে হয়েছিল। সেই সবের উর্ধ্বে গিয়ে সন্তান মাসাবাকে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি। তবে তৎকালীন সমাজের বাঁকা কথাবার্তার বিষয়টি অবশ্য আর মনে করতে চান না নীনা। আর সেটা নিজের আত্মজীবনীতেও স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Neena Gupta-Viv Richards: কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে হয়েছিলেন গর্ভবতী! সেই সন্তানের বিয়েতেই এক ফ্রেমে ধরা দিলেন দু’জনে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল