TRENDING:

Neel Bhattacharya: সম্পর্ক ভাঙাগড়ার গল্পে নীল! জীবনের নতুন পর্ব শুরু করলেন তৃণার স্বামী

Last Updated:
এবার বড়ো পর্দায় নীল ভট্টাচার্য। 'ঠিক যেন লাভ স্টোরি'র হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকে ধারাবাহিক ভাবে ছোটপর্দায় কাজ করেছেন তিনি। 'কৃষ্ণকলি'র নিখিল তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। বর্তমানে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যায় অভিনেতা কে। আর এবার বড় পর্দায় পা রাখছেন নীল।
advertisement
1/7
সম্পর্ক ভাঙাগড়ার গল্পে নীল! জীবনের নতুন পর্ব শুরু করলেন তৃণার স্বামী
এবার বড়ো পর্দায় নীল ভট্টাচার্য। 'ঠিক যেন লাভ স্টোরি'র হাত ধরে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। তারপর থেকে ধারাবাহিক ভাবে ছোটপর্দায় কাজ করেছেন তিনি। 'কৃষ্ণকলি'র নিখিল তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। বর্তমানে 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা যায় অভিনেতা কে। আর এবার বড় পর্দায় পা রাখছেন নীল।  আজ  ৮ মে তাঁর জন্মদিনের দিন প্রকাশ্যে এল খবর।
advertisement
2/7
তাঁর থাকছেন সঙ্গে সৌরভ, নীল, দর্শনা, দিব্যাশা, গন্তব্য ভেনিস। ইতালিতে পাঁচ বন্ধুর রোড ট্রিপ এর এক জমজমাট গল্প নিয়ে আসছে 'গুডবাই ভেনিস'। এখানে পাঁচ-বন্ধুর ইতালি সফরের এক জীবনমুখী অভিজ্ঞতার গল্প। গল্পটি মূলত পাঁচ জন বন্ধুকে ঘিরে আবর্তিত হবে।
advertisement
3/7
মিলান শহর থেকে ভেনিস পর্যন্ত রোড ট্রিপ। আর এই সফরেই উন্মোচিত হয় নানা রহস্য। এই গল্পে একদিকে যেমন সম্পর্ক ভেঙে যায় আবার একটা ভাঙ্গা সম্পর্ক ঠিক হয়ে যায় গল্পে। "বেঁচে থাকা নাকি ভাল থাকা ??" জীবন-সম্পর্ক-বন্ধুত্বের এক অদ্ভুত মেলবন্ধনের গল্প নিয়ে আসতে চলেছে এই "গুডবাই ভেনিস"।
advertisement
4/7
জীবনের সময় বড়ই অল্প, তাই প্রতি মুহূর্তে বাঁচা হোক মূল মন্ত্র এমনটাই দেখানো হয় এই ছবির শেষ দৃশ্যে। এখানে ৫ বন্ধুর কথা বলা হয়েছে। তাদের চরিত্রে দেখা যাবে সৌরভ দাস, দর্শনা বণিক, নীল ভট্টাচার্য এবং দিব্যাশা দাস। তবে আর এক বন্ধু কে হবেন তা নিয়ে এখন কিছুটা ধোঁয়াশা রয়েছে।
advertisement
5/7
ছবিটি ২০২৪ সালের বড় পর্দায় মুক্তি পাবে বলে জানা যাচ্ছে। ছবিটির সম্পূর্ণ শুটিং হবে ইতালিতে। ছবির পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায় জানান এই ছবি সিনেমা প্রেমীদের মন জয় করতে পারবে।
advertisement
6/7
ছবির পদে পদে আছে প্রেম, বন্ধুত্ব আর সম্পর্ক নিয়ে হাজার বাস্তব চিত্র। নির্দেশক হিসেবে এটি নীলাঞ্জন মুখোপাধ্যায়ের প্রথম ছবি স্বভাবতই এই ছবি নিয়ে তিনি ভীষণই আশাবাদী।
advertisement
7/7
সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্নব লাহা। ছবিটি প্রযোজনা করছে কুইন্টেলস স্টুডিওস। সুর এবং সঙ্গীতায়োজন করবেন সৌম্য ঋত। ছবিটির অ্যালবামে থাকছে সৌম্য ঋতের লেখা এবং সুর করা পাঁচটি গান। খুব তাড়াতাড়ি ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছে নির্মাতারা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Neel Bhattacharya: সম্পর্ক ভাঙাগড়ার গল্পে নীল! জীবনের নতুন পর্ব শুরু করলেন তৃণার স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল