Pop Artist Nazia Hassan: গান দিয়ে ঢেকেছিলেন অসুখী দাম্পত্য ও বিয়ে ভাঙার ক্ষত, ক্যানসারের কাছে হার মানেন ডিস্কো দিওয়ানের গায়িকা নাজিয়া হাসান
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Pop Artist Nazia Hassan: পাকিস্তানি এই শিল্পীর গানে দিওয়ানে হননি, এরকম শ্রোতা কমই আছেন। অসম্ভব জনপ্রিয়তা তাঁকে করে তুলেছিল দক্ষিণ এশিয়ার পপ রানি।
advertisement
1/10

ব্যক্তিগত জীবনের ক্ষত, জ্বালা যন্ত্রণাকে আড়ালে রেখে অনুরাগী তথা শ্রোতাদের সুরের মাদকতায় আবেশে আবিষ্ট করতেন নাজিয়া হাসান। পাকিস্তানি এই শিল্পীর গানে দিওয়ানে হননি, এরকম শ্রোতা কমই আছেন।
advertisement
2/10
অসম্ভব জনপ্রিয়তা তাঁকে করে তুলেছিল দক্ষিণ এশিয়ার পপ রানি। পাকিস্তানের করাচিতে তাঁর জন্ম হয় ১৯৬৫ সালের ৩ এপ্রিল। তাঁর বাবা বসির হাসান ছিলেন স্বনামধন্য ব্যবসায়ী। মা, মুনিজা বসির ছিলেন সমাজকর্মী।
advertisement
3/10
লন্ডন থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেও নাজিয়া আগ্রহী ছিলেন গানে। শৈশব থেকেই শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেছিলেন। ১৫ বছর বয়সে ফিরোজ খানের 'কুরবানি' ছবিতে প্লেব্যাক করেন। তাঁর কণ্ঠে আপ জ্যায়সা কোই জিন্দগী মেঁ আয় শুনে সত্যি জীবন রোমাঞ্চকর হয়েছিল অসংখ্য শ্রোতার।
advertisement
4/10
নাজিয়ার প্রথম মিউজিক অ্যালবাম ডিস্কো দিওয়ানে মুক্তি পায় ১৯৮১ সালে। ভারত-সহ প্রতিবেশী দেশগুলিতে তো বটেই। এমনকি বিশ্বের বাকি অনেক দেশেও তুমুল জনপ্রিয় অ্যালবামটি।
advertisement
5/10
এর পর নাজিয়ার জনপ্রিয়তা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে। বিক্রির দিক দিয়ে তাঁর মিউজিক অ্যালবাম সব সময়ই থাকত প্রথম সারিতে। কিন্তু খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই তিনি চলে যান আলোকবৃত্তের বাইরে।
advertisement
6/10
পাকিস্তানি ব্যবসায়ী মির্জা ইশতিয়াক বেগকে বিয়ে করেন ১৯৯৫ সালে। তবে শারীরিক বা মানসিক কোনও দিক থেকেই তাঁর বিবাহিত জীবন সুখের হয়নি। তার উপর শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার।
advertisement
7/10
স্বামীর সঙ্গে মনোমালিন্য বা অসুখী দাম্পত্য নাজিয়া কোনওদিন প্রকাশ্যে আনেননি। কিন্তু ঘনিষ্ঠ বৃত্ত জানত তিনি বিবাহিত জীবনে তিনি ছিলেন অখুশি। তার মাঝেই আসে সন্তান। ১৯৯৭ সালে জন্ম হয় ছেলের।
advertisement
8/10
কিন্তু তাঁর অবর্তমানে ছেলে বড় হোক স্বামীর কাছে-সেটা চাননি নাজিয়া। তাই শরীরের যত অবনতি হয়েছে, তত তিনি দ্রুত নিষ্পত্তি করতে চেয়েছেন বিবাহবিচ্ছেদ পর্ব।
advertisement
9/10
২০০০ সালের জুলাই মাসে চূড়ান্ত সিলমোহর পড়ে ইশতিয়াক ও নাজিয়ার বিবাহবিচ্ছেদে। তার কিছু দিন পরই ক্যানসারের কাছে হার মানেন নাজিয়া।
advertisement
10/10
গান দিয়ে জীবনের ক্ষত ঢেকে নাজিয়া পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। রয়ে গিয়েছে তাঁর সুরেলা ও মাদকতাপূর্ণ কণ্ঠ।