TRENDING:

Nawazuddin Siddiqui builds his dream bungalow: স্বপ্নের বাংলো বানালেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি ! বাড়ি দেখে অবাক বলিউড

Last Updated:
Nawazuddin Siddiqui builds his dream bungalow: চমকে যাবেন অভিনেতার বাড়ি দেখলে ! তিন বছর ধরে স্বপ্নের বাড়ি বানালেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি!
advertisement
1/5
নওয়াজ উদ্দিন সিদ্দিকির রাজকীয় বাংলো চমকে দেবে ! হার মানালেন শাহরুখ, সলমনকেও !
নওয়াজ উদ্দিন সিদ্দিকি। বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে কে না চেনেন। কিন্তু ১৯৯৯ সালে আমির খান অভিনীত ছবি 'সরফরোশ'-এ একটি ছোট্ট চরিত্র কাজ শুরু করেন তিনি। তার পর বলিউডে বেশ কিছু সময় ধরে খুব বেশি হলে ৩০ সেকেন্ড বা ১ মিনিটের স্ক্রিন পেজেন্সেই কাজ করেছেন তিনি। অভিনেতার ভাগ্য একটু একটু করে বদলাতে শুরু করে। 'গ্যাংস অফ ওয়াসিপুর' থেকেই বদলাতে থাকে তাঁর ভাগ্য। photo source collected
advertisement
2/5
এর পর বহু মানুষ ভক্ত হয়েছে নওয়াজের। একের পর এক দাপুটে অভিনয়ে দাগ কেটেছেন তিনি মানুষের মনে। শুধু মাত্র নওয়াজকে কেন্দ্র করেই তৈরি হয়েছে গোটা একটা ছবি। অথচ কেরিয়ারের বেশ কিছুটা সময় তাঁকে কেই চিনতই না। তবে মুম্বইয়ে শুধু অভিনয় নয়, নিজের মনের মতো এক আলিসান বাড়িও বানিয়েছেন তিনি। photo source collected
advertisement
3/5
সেই বাড়ির ছবি সামনে আসতেই অবাক হয়েছেন অনেকে। শাহরুখ খান, সলমন খানের বাড়িকেও হার মানাবে তাঁর এই রাজপ্রাসাদ।photo source collected
advertisement
4/5
তিন বছর সময় লেগেছে এই বাংলো বানাতে। তাঁর গ্রামের পুরনো বাড়ি থেকে উৎসাহিত হয়েই এই বাড়ি বানিয়েছেন নওয়াজ। photo source collected
advertisement
5/5
নতুনের সঙ্গে মিলেছে পুরোনোর ছোঁয়া। গোটা বাংলোকে সাদা রঙ করেছেন তিনি। যা দিয়েছি রাজকীয় লুক। photo source collected
বাংলা খবর/ছবি/বিনোদন/
Nawazuddin Siddiqui builds his dream bungalow: স্বপ্নের বাংলো বানালেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি ! বাড়ি দেখে অবাক বলিউড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল