TRENDING:

Naseeruddin Shah Birthday: নাসিরের পিঠে ছুরি বসিয়ে দেন অভিনেতা যশপাল, ওম পুরী না থাকলে বাঁচতেন না শাহ

Last Updated:
নাসিরউদ্দিন জানান, তিনি গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন। ওনোমাটোম্যানিয়া। যার ফলে নির্দিষ্ট একটি শব্দ বা কয়েক শব্দ বারবার করে বলতে থাকে রোগীরা।
advertisement
1/13
নাসিরের পিঠে ছুরি বসিয়ে দেন অভিনেতা যশপাল, ওম পুরী না থাকলে বাঁচতেন না শাহ
চার দশকের বেশি সময়। বলিউডে অন্য মাত্রা এনে দিয়েছেন এই অভিনেতা। ২০ জুলাই, বুধবার ৭২-এ পা দিলেন কালজয়ী শিল্পী। তিনি নাসিরউদ্দিন শাহ। মঞ্চ থেকে পর্দা। ছোট পর্দা থেকে বড় পর্দা। তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ কত প্রজন্ম!
advertisement
2/13
হোক পার্শ্বচরিত্র, বা হোক মূল চরিত্র, খল নায়ক বা ভাল নায়ক, কৌতুক হোক বা ভয়াবহ, ৭২ বছরের এই তরুণের অভিনয় কত মানুষের মনে দাগ কেটেছে। কত তাবড় শিল্পী আজও তাঁর সঙ্গে এক মুহূর্তের জন্য হলেও পর্দা ভাগ করে নিতে চান।
advertisement
3/13
নাসির কোনও দিন সত্যের থেকে মুখ ফেরাননি। রাজনীতিতে সরাসরি পা না রেখেও প্রতিটি রাজনৈতিক বিষয়ে মুখ খুলেছেন। জড়িয়েছেন বিতর্কেও।
advertisement
4/13
এমনই এক অভিনেতাকে এক বার অন্য এক অভিনেতা ছুরি দিয়ে আক্রমণ করেছিলেন। সেই ঘটনা নিজেই বলেছিলেন নাসিরউদ্দিন। একটি বইতে লিখেছিলেন তিনি।
advertisement
5/13
১৯৭৭ সালে 'ভূমিকা' ছবির শ্যুটিং চলছে। নাসিরউদ্দিন এবং অভিনেতা ওম পুরী একটি রেস্তরাঁয় খেতে গিয়েছেন। আর এক অভিনেতা বন্ধু যশপাল সেখানে প্রবেশ করেন আচমকা। যশপালের সঙ্গে নাসিরউদ্দিনের বিভিন্ন মতবিরোধ ছিল তাই তাঁরা মেলামেশা করতেন না।
advertisement
6/13
নাসিরের পাশ দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ তাঁর পিঠে ছুরি বসিয়ে দেন যশপাল। নাসির কিছু বুঝে ওঠার আগেই ওম চিৎকার করে ওঠেন। তার পরে আবারও যশপাল নাসিরকে মারার জন্য উদ্যত হন। কিন্তু ওম এবং নাসির তাঁকে পাকড়াও করে নেন।
advertisement
7/13
তত ক্ষণে অনেকটা রক্তক্ষয় হয়েছে নাসিরের। কিন্তু রেস্তরাঁ থেকে তাঁদের বেরোতে দেওয়া হচ্ছিল না। বলা হয়েছিল, পুলিশ না আসা পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। অ্যাম্বুল্যান্স এবং পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওম করজোড়ে তাঁদের অনুরোধ করেন নাসিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য।
advertisement
8/13
পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যান। ওম পুরী থাকায় সে যাত্রায় প্রাণে বেঁচেছিলেন নাসির। সে কথা তিনি ভুলতে পারেন না। তার পর থেকে দুই অভিনেতার বন্ধুত্ব আরও জোরদার হয়।
advertisement
9/13
যদিও যশপাল তাঁর পিছু ছাড়েননি। দু'দিন পরেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি। যশপালের সঙ্গে পুণে ফিল্ম ইনস্টিটিউটে পড়তেন নাসির। সেই সময় থেকেই পরিচালক সইদ আখতার মিরজা দু'জনের মধ্যে ভেদ তৈরি করতেন। সে বারও যশপালকে জেল থেকে ছাড়িয়ে আনেন তিনিই।
advertisement
10/13
তার পর নাসিরের বাড়ি এসে জোর করে ঢুকে গিয়ে হাসিমুখে সিগারেট খেয়ে গিয়েছেন যশপাল। ভয়ে কাঁটা হয়ে ছিলেন নাসির। কিন্তু যশপাল বলে চলছিলেন নিজের কথা। নাসির কেমন আছেন, সে সব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না তিনি। বরং বলেন, ''কোনওটাই ব্যক্তিগত নয়। তাই রেগে থাকার কিছু হয়নি।''
advertisement
11/13
নাসির তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেননি। কিন্তু তাতেও এই ঘটনার পর থেকে যশপাল আর কোনও ছবিতে অভিনয়ের সুযোগ পান না।
advertisement
12/13
সম্প্রতি কয়েক মাস আগে নাসিরউদ্দিন জানান, তিনি গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন। ওনোমাটোম্যানিয়া। যার ফলে নির্দিষ্ট একটি শব্দ বা কয়েক শব্দ বারবার করে বলতে থাকে রোগীরা। তার ফলে বিশ্রাম করতে পারেন না নাসির। ঘুমের মধ্যে বারবার কয়েকটি শব্দ উচ্চারণ করতে থাকেন তিনি।
advertisement
13/13
তাঁর ৭২তম জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করুন তাঁর কোটি কোটি ভক্তরা। আরও যেন একাধিক অভিনয় উপহার দিতে পারেন দে বিশ্বের মানুষকে। এই আশাই থাকুক।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Naseeruddin Shah Birthday: নাসিরের পিঠে ছুরি বসিয়ে দেন অভিনেতা যশপাল, ওম পুরী না থাকলে বাঁচতেন না শাহ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল