ভারতে খুঁজে পেলেন না, অবশেষে নিউইয়র্কের ‘রাঁধুনি’র প্রেমে পড়লেন নার্গিস
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
হ্যাঁ, অবশেষে প্রেমে পড়লেন নার্গিস ফকরি ৷ শেষমেশ প্রাণের পুরুষ খুঁজে পেলেন নিউইয়র্কে !
advertisement
1/4

হ্যাঁ, অবশেষে প্রেমে পড়লেন নার্গিস ফকরি ৷ শেষমেশ প্রাণের পুরুষ খুঁজে পেলেন নিউইয়র্কে !
advertisement
2/4
সম্প্রতি এরকমই এক কাণ্ড ঘটিয়ে দিলেন বলিউডের এক সময়ের অভিনেত্রী ৷ এক সময়ই বটে, কারণ, আজকাল আর তাঁকে বলিউডে দেখাই যায় না ৷ কিন্তু বলিউডে তাবড় হিরোদের সঙ্গে কিন্তু কাজ করেছেন তিনি ৷
advertisement
3/4
বলিউডে কেরিয়ার শুরু রণবীরের সঙ্গে জুটি বেঁধে রকস্টার ছবিতে ৷ তখন গুঞ্জনে ছিল নার্গিসের সঙ্গে নাকি জমিয়ে প্রেম করছেন রণবীর৷ তবে গুঞ্জনে থাকলেও, ছবি সুপারফ্লপ ! এরপর অবশ্য নাম জড়ায় উদয় চোপড়ার সঙ্গে ৷ তারপর এক বিদেশি ফিল্মমেকার ম্যাট ৷
advertisement
4/4
তবে সে সব এখন পুরনো৷ এবার কোনও অভিনেতা নয়, পরিচালক নয় ৷ বরং নিউইয়র্কের শ্যেফ জাস্টিনের প্রেমেই হাবুডুবু খাচ্ছেন নার্গিস৷ আর তাই খোলাখুলি প্রেমিকের সঙ্গে ছবি দিলেন ইনস্টাগ্রামে ৷