Nana Patekar On Tanushree Dutta: তনুশ্রীকে জোর করে কী করেছিলেন? শ্যুটিং সেটের সেই ভয়াবহ অভিযোগে মুখ খুললেন নানা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Nana Patekar On Tanushree Dutta: ২০০৮ সালে একটি ফিল্মের সেটে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তকে নানা পাটেকর জোর করে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন বলে অভিযোগ।
advertisement
1/8

গোটা বলিউডে ঢেউ উঠেছিল মিটু আন্দোলনের। সৃষ্টি হয়েছিল এই ঘটনার হাত ধরেই। ২০০৮ সালে একটি ফিল্মের সেটে বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্তকে নানা পাটেকর জোর করে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন বলে অভিযোগ।
advertisement
2/8
২০১৮ সালে মিটু আন্দোলনের সময় নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেতা তনুশ্রী দত্ত। ২০০৮ সালে 'হর্ন ওকে প্লিজ' ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় তিনি তাঁর সঙ্গে শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ নিয়ে নতুন করে বিবৃতি দিলেন নানা পাটেকর।
advertisement
3/8
এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, তিনি প্রথম থেকেই জানতেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, যে কারণে তিনি কখনও রাগ করেননি।
advertisement
4/8
নানা বললেন, 'আমি জানতাম পুরোটাই মিথ্যে। তাই রাগ করিনি। সবই যখন মিথ্যা, তখন আমি রাগ করব কেন? আর এ সবই জিনিসই পুরনো। এর আগেও হয়েছে। এই নিয়ে কী আর কথা বলব। সেই সময় আমি কী বলতে পারি যখন এরকম কিছু ঘটেনি?'
advertisement
5/8
তাঁর আরও দাবি, 'হঠাৎ কেউ বলছে তুমি এটা করেছ, তুমি ওটা করেছ। এত কিছুর কি জবাব দিতাম? আমার কি বলা উচিত ছিল, যে আমি এটা করিনি? আমি সত্যিটা জানি যে, আমি কিছুই করিনি।’
advertisement
6/8
তনুশ্রী ২০১৮ সালে ভারতে মি টু আন্দোলন শুরু করেছিলেন যখন তিনি অভিযোগ করেছিলেন যে, নানা পাটেকর, কোরিওগ্রাফার গণেশ আচার্য এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি ছবির শুটিংয়ের সময় তাঁর সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছিলেন।
advertisement
7/8
অভিনেত্রীর আরও অভিযোগ, 'আমি রাজি না হওয়ায় একটি রাজনৈতিক দলের কিছু কর্মীকে ডেকে আনেন নানা। তারা আমার গাড়িতে ভাঙচুর করে। আমাকে অন্তরঙ্গ হওয়ার জন্য চাপ দিতে থাকে। আর নানার সঙ্গে যোগ দেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া এবং রাকেশ সরং-সহ সেটের অধিকাংশই দল পাকিয়ে এই কাজ করেন। যে কারণে আমি ওই আইটেম সং থেকে নিজেকে সরিয়ে নিই।'
advertisement
8/8
তনুশ্রীর বক্তব্য ছিল, ঘটনা সবাই জানলেও কেউ এ নিয়ে টুঁ-শব্দটিও করেননি। সংবাদমাধ্যমও সব জেনেশুনেও চেপে গিয়েছিল। একটি বেসরকারি বিনোদন চ্যানেলে অভিনেত্রীর এই সাক্ষাৎকার সম্প্রচার হতেই তখন বিতর্ক উস্কে উঠেছিল।