TRENDING:

ভারতের তৃতীয় ধনী অভিনেতা, তাঁর প্রেমে পাগল ছিলেন টাবু, ৬৫ বছর বয়সে ৩১০০ কোটি টাকার মালিক এই সুপারস্টার

Last Updated:
একতা কাপুর কিংবা করণ জোহর তো কোন ছাড়, প্রতি বছর এসএস রাজামৌলির চেয়ে বেশি টাকা রোজগার করেন এই অভিনেতা। ৩১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। ২৯ অগাস্ট ৬৫ বছরে পা দিলেন তিনি।
advertisement
1/7
ভারতের তৃতীয় ধনী অভিনেতা,তাঁর প্রেমে পাগল ছিলেন টাবু, ৬৫ বছর বয়সে ৩১০০ কোটি টাকা
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা বললে কার কথা মাথায় আসে? শাহরুখ খান? আমির খান? না। এই অভিনেতার নিজের স্টুডিও আছে। রয়েছে প্রাইভেট জেট। শাহরুখ খানের চেয়ে বেশি স্পোর্টস টিমের মালিক তিনি।
advertisement
2/7
একতা কাপুর কিংবা করণ জোহর তো কোন ছাড়, প্রতি বছর এসএস রাজামৌলির চেয়ে বেশি টাকা রোজগার করেন এই অভিনেতা। ৩১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর। ২৯ অগাস্ট ৬৫ বছরে পা দিলেন তিনি। বিগত চার দশক ধরে চুটিয়ে অভিনয় করছেন।
advertisement
3/7
এক সময় বলিউড অভিনেত্রী টাবু তাঁর প্রেমে পড়েছিলেন বলে জোর গুঞ্জন রয়েছে সিনে দুনিয়ায়। তাঁকেই ভারতের তৃতীয় ধনী অভিনেতা বলা হয়। কে তিনি? ৩১০০ কোটির মালিক এই অভিনেতা আর কেউ নন, তেলেগু সুপারস্টার নাগার্জুন আক্কিনেনি।
advertisement
4/7
৪০ বছরের কঠোর পরিশ্রমে বিপুল সম্পদের মালিক তিনি। তবে শুধু চলচ্চিত্র নয়, নাগার্জুনের ব্যক্তিগত জীবনও সমান রঙিন। নানা ঘটনার কারণে বারবার সংবাদ শিরোনামে থেকেছেন তিনি।
advertisement
5/7
বারবার প্রশ্নের মুখে পড়েছেন ব্যক্তি নাগার্জুন। একটা নয়, দুটো বিয়ে করেছেন। তারপরেও ১৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন চুটিয়ে। ১৯৮৬ সালে ‘বিক্রম’ ছবি দিয়ে সিনে দুনিয়ায় পা রেখেছিলেন নাগার্জুন। প্রথম ছবিই সুপারহিট। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
advertisement
6/7
‘বিবাহিত নায়ক’ শুনলে অনেকেই নাক কুঁচকোন। নাগার্জুন এক্ষেত্রেও ব্যতিক্রম। সিনেমা ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার আগেই লক্ষ্মী দগ্গুবতীকে বিয়ে করেছিলেন তিনি। লক্ষ্মী ছিলেন চলচ্চিত্র নির্মাতা ডি রামানাইডুর কন্যা এবং অভিনেতা ভেঙ্কটেশ ও প্রযোজক সুরেশ বাবুর বোন। ১৯৮৬ সালে তাঁদের এক ছেলে হয়, নাম নাগা চৈতন্য। কিন্তু তার চার বছর বাদেই বিবাহবিচ্ছেদ।
advertisement
7/7
লক্ষ্মীর সঙ্গে বিচ্ছেদের পর ১৯৯২ সালে অভিনেত্রী অমলার সঙ্গে সাত পাঁকে বাঁধা পড়েন নাগার্জুন। তাঁদেরও এক পুত্র হয়, নাম অখিল। এরপর এক বিখ্যাত অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নাগার্জুন। দীর্ঘদিন সেই সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন দু’জনেই। অবশ্য পরে তাঁরা আলাদাও হয়ে যান। এই অভিনেত্রীই টাবু। নাগার্জুনের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেছেন তিনি। সিনে পাড়ায় কান পাতলে শোনা যায়, দু’জনের মধ্যে প্রায় দশ বছর সম্পর্ক ছিল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
ভারতের তৃতীয় ধনী অভিনেতা, তাঁর প্রেমে পাগল ছিলেন টাবু, ৬৫ বছর বয়সে ৩১০০ কোটি টাকার মালিক এই সুপারস্টার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল