TRENDING:

Jeetu Kamal-Nabanita Das: 'লন্ডন ট্রিপের সময়ও আলাদাই ছিলাম, কিন্তু...', জিতুর প্রতি ক্ষোভ উগরে নবনীতা যা বললেন...

Last Updated:
Jeetu Kamal-Nabanita Das: বৃহস্পতিবার নবনীতা দাস, জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করার পরেই তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। হতবাক তাঁদের অনুরাগীরা। 
advertisement
1/8
'লন্ডন ট্রিপের সময়ও আলাদাই ছিলাম, কিন্তু...', জিতুকে নিয়ে নবনীতা যা বললেন...
*পাঁচ বছরের দাম্পত্যে চিড় ধরেছে। ২০১৯ সালের মে মাসে ধুমধাম করে বিয়ে করেছিলেন তাঁরা। বিয়ের পরেই বড় পর্দায় অভিষেক হয় জিতু কমলের। ব্যাপক সাফল্য আসে 'অপরাজিত'-র পরে। এরপরই লন্ডন পাড়ি দিয়েছিলেন অভিনেতা এবং তাঁর স্ত্রী নবনীতা দাস। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
2/8
*কিন্তু তখনও বোঝা যায়নি এমন পরিণতি হতে চলেছে দাম্পত্যের। বৃহস্পতিবার নবনীতা বিয়ে ভাঙার ঘোষণা করার পরেই তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। হতবাক তাঁদের অনুরাগীরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
3/8
*বৃহস্পতিবার সকালে নবনীতা তাঁর ফেসবুক পোস্টে লেখেন, "টেবিলে দুটো প্লেট একসঙ্গে থাকবে না। টাওয়েল, সানস্ক্রিনের ভাগাভাগি হবে না। জানি এই পরিস্থিতি সামলানোর জন্য আমায় প্রস্তুত করে দিয়েছ তুমি। আমরা দুজন দুজনের সাথে ভাল নেই.....প্রেম, বন্ধুত্ব, বিয়ে এই সব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এই ভাবেই হোক। ভাল থেকো জিতু।" ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
4/8
*কিছু দিন আগেই লন্ডন থেকে ফিরেছেন জিতু এবং নবনীতা। সেখানে থাকাকালীন ছিল তাঁদের বিবাহবার্ষিকী। দু'জনেই লন্ডন থেকে একাধিক মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমতাবস্থায় কী এমন ঘটল! এই প্রশ্নই ঘুরছিল। তাহলে লন্ডনে কেন ঘুরতে গেলেন দু'জনে? ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
5/8
*সব প্রশ্নের জবাব দিয়েছেন নবনীতা। নিউজ 18 বাংলাকে জানিয়েছেন, 'তাঁরা আর কখনও এক হবেন না'। লন্ডন ট্যুরে একসঙ্গে যাওয়া প্রসঙ্গে বলেন, "এই সিদ্ধান্তের আগেই লন্ডন যাওয়া ঠিক হয়ে গিয়েছিল। এটা যেহেতু আমার প্রথম বিদেশ ভ্রমণ, টিকিট বাতিল করলে যদি পরবর্তীতে কোনও সমস্যা হয়, তাই এই ট্রিপটা বাতিল করিনি।" ছবিঃ সোশ্যাল মিডিয়া।
advertisement
6/8
*জিতুর প্রতি অভিমানী নায়িকা আরও বলেন, "লক্ষ করে দেখবেন, আমি কিন্তু জিতুর সঙ্গে একটাও একসঙ্গে ছবি দিইনি। কারণ একসঙ্গে ঘুরিইনি আমরা। এমনকি তারই মাঝে আমাদের বিবাহবার্ষিকী ছিল। সেদিন আমাদের কথাটুকুও হয়নি। দেখা করা তো দূরস্ত্।" ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
7/8
*নবনীতা জানিয়েছেন, "পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছি আমরা। স্বামী-স্ত্রী ছাড়াও আমরা যে ইন্ডাস্ট্রির সহকর্মী, সামাজিক ভাবে পরিচিত। সেখান থেকে ওর প্রতি চিরকাল শ্রদ্ধা থাকবে। কিন্তু ভালবাসার মানুষ হিসেবে আর সেই শ্রদ্ধাটা আর নেই। সেই কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত।" ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
8/8
*যদিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নবনীতাকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন জিতু কমল। ছবিঃ সোশ্যাল মিডিয়া।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jeetu Kamal-Nabanita Das: 'লন্ডন ট্রিপের সময়ও আলাদাই ছিলাম, কিন্তু...', জিতুর প্রতি ক্ষোভ উগরে নবনীতা যা বললেন...
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল