TRENDING:

Jeetu Kamal-Nabanita Das Divorce : জিতুর সঙ্গে থাকি না অনেক মাস, তাহলে এখন নতুন বন্ধু হলে তা ‘পরকীয়া’ কেন হবে? বিস্ফোরক নবনীতা

Last Updated:
Jeetu Kamal-Nabanita Das Divorce : নবনীতা জানালেন, তিনি কাউকে কৈফিয়ত দিতে চান না। তিনি জানেন, তিনি কী করছেন, এমনকি জিতুও জানেন। তাই এই সমস্ত আঙুল ওঠানোর ঘটনায় তিনি বিচলিত নন।
advertisement
1/10
জিতুর সঙ্গে থাকি না বহুমাস, এখন নতুন বন্ধু হলে তা ‘পরকীয়া’ কেন? বিস্ফোরক নবনীতা
বনিবনা হচ্ছে না বহু মাস ধরেই। ছাদ আলাদা হয়েছে অনেক দিন। যোগাযোগ আর তেমন নেই বললেই চলে। আর কয়েকদিন পরেই খাতায় কলমে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যাবে। স্বামী-স্ত্রীর তকমা থাকবে না।
advertisement
2/10
কিন্তু ভক্তদের কাছে তাঁরা যেন এখনও একই দেহে দু'টি প্রাণ। জিতু কমল এবং নবনীতা দাসের এই বিচ্ছেদ মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তাই বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে নায়িকাকে।
advertisement
3/10
ইনস্টাগ্রামে তাঁর ছবি দেখে ধারণা করা হচ্ছে, নতুন 'প্রেমিক'-এর সঙ্গে বেড়াতে গিয়েছেন নবনীতা। বলা হচ্ছে, তিনি 'পরকীয়া' করছেন। তা কি আদৌ সত্যি? নিউজ18 বাংলাকে নিজের কথা জানালেন নবনীতা।
advertisement
4/10
নায়িকা বললেন, "পরকীয়ার মানে কি? বৈবাহিক জীবনে সঙ্গী উপস্থিত থাকা সত্ত্বেও অন্য কোনও মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো। এদিকে আমি আর জিতু আলাদা হয়েছি প্রায় ৫ মাস আগে।"
advertisement
5/10
"তার পর আমি বা আমার প্রাক্তন কেউই দ্বিতীয় বিয়ে করিনি। বিবাহিত জীবন কারওরই নেই। তা ছাড়া আমার বা জিতুর কখনও রেজিস্ট্রিই হয়নি। কেবল রীতি নীতি নিয়ম মেনে বিয়ে হয়েছে আমাদের। তাই অন্য সম্পর্কে গেলে তাকে পরকীয়া বলা যাবে না।"
advertisement
6/10
"তবে সবথেকে বড় কথা, কোনও সম্পর্কে আমি জড়াইনি। আমার নতুন বন্ধু হয়েছে, নাম, স্নেহাল। কয়েক মাস আগে আলাপ, ওর বাড়ির লোকজনের সঙ্গেও পরিচয় হয়েছে। যেদিন প্রথম ওর সঙ্গে আলাপ, জিতুকে বলেও গিয়েছিলাম।"
advertisement
7/10
"এখন এই পরকীয়ার অভিযোগ শুনে ওর বাড়ির লোকজনও খুব ঘাবড়ে গিয়েছেন। আমি বোঝালাম যে এসব আমাদের রোজ, প্রতিনিয়ত সহ্য করতে হয়। অত পাত্তা না দিতে বললাম।"
advertisement
8/10
গত ২৮ অগাস্ট জিতুর জন্মদিন ছিল, তখন গুঞ্জন শোনা গিয়েছিল, সেই সময়েই নতুন বন্ধু স্নেহালের সঙ্গে নাকি বেড়াতে গিয়েছেন নবনীতা। হোটেলের বারান্দায় তাঁদের আলাদা আলাদা ছবি দেখে এমনই ধারণা হয়েছিল অনেকের।
advertisement
9/10
নবনীতা জানালেন, সেই ছবিগুলি অনেক আগের। নবনীতার কথায়, "এবার তাহলে ছবি দেওয়ার সময়ে তাহলে তোলার তারিখ, স্থান, সবকিছুই দিয়ে দিতে হবে দেখছি, নয়তো কথা বলবে লোকে! ওই ২৮ তারিখ আমি টানা শ্যুটিং করেছি। জিতুকে আমি আলাদা করে উইশও করেছি।"
advertisement
10/10
নবনীতা জানালেন, তিনি কাউকে কৈফিয়ত দিতে চান না। তিনি জানেন, তিনি কী করছেন, এমনকি জিতুও জানেন। তাই এই সমস্ত আঙুল ওঠানোর ঘটনায় তিনি বিচলিত নন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jeetu Kamal-Nabanita Das Divorce : জিতুর সঙ্গে থাকি না অনেক মাস, তাহলে এখন নতুন বন্ধু হলে তা ‘পরকীয়া’ কেন হবে? বিস্ফোরক নবনীতা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল