TRENDING:

Jeetu Kamal-Nabanita Das: বিতর্কের মাঝেই ফুলশয্যার খাটে নবনীতা! মুখে চওড়া হাসি, ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড়

Last Updated:
Jeetu Kamal-Nabanita Das: গত জুন মাসে জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন নবনীতা। তার পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া যেন থামতে চাইছে না।
advertisement
1/6
বিতর্কের মাঝেই ফুলশয্যার খাটে নবনীতা! মুখে চওড়া হাসি, ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড়
তিনি এবং বিতর্ক এখন সমার্থক। ব্যক্তিগত জীবনের কারণে প্রায় রোজই শিরোনামে উঠে আসছেন অভিনেত্রী নবনীতা দাস। গত জুন মাসে জিতু কমলের সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন তিনি। তার পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া যেন থামতে চাইছে না।
advertisement
2/6
ব্যক্তিজীবনের ঝড় সামলেই কাজ করছেন নবনীতা। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি নেটমাধ্যমেও সক্রিয় তিনি। জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
advertisement
3/6
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন নবনীতা। বেগনি রঙের বেনারসি, সিঁথি ভরতি সিঁদুর, ভারী গয়না। নববধূ রূপে ধরা দিয়েছেন নবনীতা। ফুলশয্যার খাটে বসে লেন্সবন্দি হয়েছেন সেখানে তাঁকে নববধূ রূপে দেখা যাচ্ছে তাঁকে।অভিনেত্রী। সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে লিখেছেন, 'জীবন নিখুঁত না-ও হতে পারে। কিন্তু আমার শাড়ির কুচি একদম নিখুঁত।'
advertisement
4/6
advertisement
5/6
গুঞ্জন, জিতুর সঙ্গে সংসার ভাঙার পরেই নতুন প্রেমে জড়িয়েছেন নবনীতা। স্নেহাল অধিকারী নামে এক যুবকই নাকি তাঁর বর্তমান প্রেমিক। সম্প্রতি গোয়ার একই হোটেলে তাঁদের ছবি ছড়িয়ে পড়তেই যেন সেই গুঞ্জনে এক প্রকার শিলমোহর বসে যায়।
advertisement
6/6
এ বিষয়ে নিউজ18 বাংলাকে নায়িকা বলেন, "পরকীয়ার মানে কি? বৈবাহিক জীবনে সঙ্গী উপস্থিত থাকা সত্ত্বেও অন্য কোনও মানুষের সঙ্গে সম্পর্কে জড়ানো। এদিকে আমি আর জিতু আলাদা হয়েছি প্রায় ৫ মাস আগে।"
বাংলা খবর/ছবি/বিনোদন/
Jeetu Kamal-Nabanita Das: বিতর্কের মাঝেই ফুলশয্যার খাটে নবনীতা! মুখে চওড়া হাসি, ছবি ছড়িয়ে পড়তেই তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল