Yearender 2020: বছর শেষের আগে এই ১০টি ভারতীয় ওয়েব সিরিজ না দেখলে বড় মিস !
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
একনজরে দেখে নিন, ২০২০-র 'মাস্ট ওয়াচ' তালিকায় কোন কোন ওয়েব-সিরিজ রয়েছে--
advertisement
1/11

হাতে আর মাত্র কয়েকটা দিন, শেষের হতে চলল ২০২০। করোনার থাবায় মৃত্যুমিছিল, অর্থনীতির বেহাল অবস্থা, একের পর এক তারকা-শিল্পীর মৃত্যু, মনমেজাজ ভাল নেই কারও... তা হলে বিনোদনের উপায়? সিনেমা হল খুলেছে যদিও, তবু সেখানে গিয়ে টাকা খরচ করে দেখার মতো ছবি নেই। উপায় একটাই, দুর্দান্ত কন্টেন্ট আর টানটান উত্তেজনায় ভরপুর ওয়েব সিরিজগুলো দেখে নেওয়া। একনজরে দেখে নিন, 'মাস্ট ওয়াচ' তালিকায় কোন কোন ওয়েব-সিরিজ রয়েছে--
advertisement
2/11
১. মির্জাপুর ২ (Mirzapur 2, Amazon Prime Video) এই ওয়েব সিরিজের প্রথম সিজন আসতেই হুলস্থুল পড়ে যায়। যাঁরা এই সিরিজ দেখেননি, তাঁরা রীতিমতো মুখ লুকিয়ে ঘুরছিলেন। ২ বছর অপেক্ষা করার পর এসে গিয়েছে মির্জাপুরের দ্বিতীয় সিরিজ। নতুন সিরিজে অভিনয়ে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi), আলি ফজল ও বিজয় বর্মাকে।
advertisement
3/11
পাতাল লোক (Paatal Lok, Amazon Prime Video) এই সিরিজটি নিয়েও চর্চা কম হয়নি। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড নিয়ে গল্প। পাতাল লোককে এই বছরের সেরা ক্রাইম সিরিজ আখ্যা দিয়েছেন অনেকেই। এই সিরিজ থেকেই পাওয়া গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতাকেও।
advertisement
4/11
বন্দিশ ব্যান্ডিট (Bandish Bandits, Amazon Prime Video) শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আর এক পপ শিল্পীর অদ্ভুত প্রেমের কাহিনী বন্দিশ ব্যান্ডিট।
advertisement
5/11
ব্রিদ: ইনটু দ্য শ্যাডোজ (Breath: Into The Shadows, Amazon Prime Video) এই সিরিজ আর কাউকে না হোক, অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan) একটু স্বস্তিতে ব্রিদ মানে নিঃশ্বাস নিতে দিয়েছে। একজন মনোবিদের মেয়েকে অপহরণ করা হয়। তার পরিবর্তে সেই মনোনবিদকে কিছু অপরাধমূলক কাজ করতে হয়। এই নিয়েই জমে উঠেছে ব্রিদের দ্বিতীয় সিজন।
advertisement
6/11
পঞ্চায়েত (Panchayat, Amazon Prime Video) পঞ্চায়েতের ইউএসপি তার অনবদ্য গল্প আর শুভ মঙ্গল জাদা সাবধান খ্যাত জিতেন্দ্র কুমারের অভিনয়। বহুজাতিক সংস্থায় কাজ না পেয়ে এক ইঞ্জিনিয়ার কী ভাবে গ্রামের পঞ্চায়েত সামাল দেন, সেই নিয়েই সিরিজের গল্প।
advertisement
7/11
স্ক্যাম: ১৯৯২ দ্য হর্ষদ মেহতা স্টোরি (Scam: 1992 The Harshad Mehta Story, Sony Liv) নাম শুনেই বোঝা যাচ্ছে এই সিরিজ কাকে নিয়ে তৈরি। কুখ্যাত স্টক ব্রোকার হর্ষদ মেহতার জীবনই এখানে দেখানো হয়েছে। তুখড় অভিনয় করেছেন সতীশ কৌশিক থেকে শুরু করে অনন্ত মহাদেবন। আইএমডিবি এই সিরিজকে রেটিং দিয়েছে ৯.৫।
advertisement
8/11
আরিয়া (Aarya, Disney Hotstar) এটি সুস্মিতা সেনের (Sushmita Sen) কামব্যাক সিরিজ। আর এ ভাবেও যে ফিরে আসা যায়, প্রমাণ করেছেন বিশ্বসুন্দরী। ডাচ সিরিজ পেনোজা অবলম্বনে গড়িয়েছে আরিয়া-র চিত্রনাট্য
advertisement
9/11
স্পেশ্যাল অপস (Special Ops, Disney Hotstar) এই সিরিজ যদি আপনি একবার দেখতে শুরু করেন মনে হবে সবটাই একবারে দেখে ফেলি। দুর্দান্ত অভিনয় করেছেন কে কে মেনন (Kay Kay Menon)। র' এজেন্ট হিম্মত সিংহের ভূমিকায় তিনি অনবদ্য।
advertisement
10/11
আশ্রম (Aashram, Mx Player) আরিয়া যদি সুস্মিতার কামব্যাক হয়, তা হলে আশ্রম হল ববি দেওলের (Bobby Deol) মুমূর্ষু কেরিয়ারের অক্সিজেন। বাবা নিরালার ভূমিকায় ববির অভিনয় দেখার মতো। কে এই বাবা নিরালা? তিনি কি সত্যিই একজন সন্ন্যাসী না তাঁর মুখোশের আড়ালে আছে অন্য কিছু? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে এই সিরিজ।
advertisement
11/11
অসুর (Asur, Voot) একজন সাইকোপ্যাথ খুনিকে কেন্দ্র করে এই টানটান ওয়েব সিরিজ... একজন ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি বিজ্ঞানে বিশ্বাস করেন আর তাঁর গুরু বিশ্বাস করেন ভারতীয় পুরাণে। এঁরা দু'জনে কি আটকাতে পারবেন ওই খুনিকে? প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ওয়েব সিরিজে।