Movie Gossip: দক্ষিণী সিনেমা দিয়ে শুরু, বলিউডে ব্যাক টু ব্যাক ৭ টা ফ্লপ, ৩৪ বছরের নায়িকা বিয়ে হল ডিভোর্সি অভিনেতার সঙ্গে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Movie Gossip:
advertisement
1/7

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন কৃতি খারবান্দা। মডেলিংয়ে নামডাক ভালই তারপরেই আসেন অভিনয়ের দুনিয়ায়৷ ২০০৯ সালে তেলেগু ছবি 'বনি' তাঁর অভিনীত প্রথম সিনেমা৷। তার পরের বছরই তিনি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন। (Photo Courtesy- instagram@kriti.kharbanda)
advertisement
2/7
কৃতি বহু বছর ধরে দক্ষিণী ছবিতে অভিনয় করছেন৷ সেখানে তিনি বেশ নাম করেছেন। ২০১৬ সালে, অভিনেত্রী বলিউডে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ২০১৬ সালে ইমরান হাশমির সঙ্গে 'রাজ রিবুট' সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন৷- (Photo Courtesy- instagram@kriti.kharbanda)
advertisement
3/7
অভিনেত্রীর প্রথম ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সিনেমার গান হিট হলেও দর্শকের ভালবাসা পায়নি সিনেমাটি। (Photo Courtesy- instagram@kriti.kharbanda)
advertisement
4/7
২০১৭ সালে, কৃতি খারবান্দার দুটি ছবি 'গেস্ট ইন লন্ডন' এবং 'শাদি মে জরুর আনা' রিলিজ হয়। এই দুটি সিনেমাও বিশেষ কোনও ছাপ ফেলতে পারেনি৷ ছবিতে কৃতির অভিনয় বেশ প্রশংসিত হলেও সিনেমা বক্সঅফিসে সাফল্য পায়নি। (Photo Courtesy- instagram@kriti.kharbanda)
advertisement
5/7
তার ৭ বছরের কেরিয়ারে কৃতি 'রাজ রিবুট', 'শাদি মে জরুর আনা', 'ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে', 'বীরে দি ওয়েডিং', 'পাগলপন্তি' এবং 'চৌদা ফেরে' মত ১০ টি সিনেমায় অভিনয় করেছেন। তার ৭টি সিনেমা ব্যাক-টু-ব্যাক বক্স অফিসে ফ্লপ এবং ডিসাস্টারে হয়েছিল। (Photo Courtesy- instagram@kriti.kharbanda)
advertisement
6/7
এ বছর অভিনেতা ও সহ-অভিনেতা পুলকিত সম্রাটকে বিয়ে করেন এই নায়িকা। পুলকিতের এটি দ্বিতীয় বিয়ে। পুলকিত প্রথমে তাঁর ছোটবেলার বন্ধু শ্বেতা রোহিরাকে বিয়ে করেন। তবে এই বিয়ে মাত্র এক বছর টিকেছল। (Photo Courtesy- instagram@kriti.kharbanda)
advertisement
7/7
কৃতি খারবান্দা এবং পুলকিত সম্রাটের ২০১৮ সালের ছবি ভিরে ডি ওয়েডিং-র সেটে আলাপ হয়েছিল। ছবির শ্যুটিং থেকে দুজনেই ডেটিং করছিলেন এবং বহু বছর ধরে সম্পর্কে থাকার পর এই বছরই বিয়ে করেন এই জুটি। (Photo Courtesy- instagram@kriti.kharbanda)